“পিসি-ভাইপোর বাড়ি পাহারায় ব্যস্ত পুলিশ!” মালদায় দাঁড়িয়ে মমতার প্রশাসনকে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার

শনিবার মালদা সফরে এসে রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পুলিশি নিষ্ক্রিয়তা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন (SIR) এবং অনুপ্রবেশ ইস্যু—প্রতিটি বিষয়েই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে মালদার চাঁচলে সুকান্ত বলেন, “পশ্চিমবঙ্গে পুলিশ আছে কোথায়? তারা তো এখন সব পিসি-ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত।” তিনি সাফ জানান, পুলিশ অনুমতি না দিলে আদালতের অনুমতি নিয়ে সভা হবে, যেমনটা অতীতেও হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। খসড়া তালিকায় নাম বাদ পড়া নিয়ে তৃণমূলের অভিযোগের পাল্টায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গের চেয়ে ছোট ছোট রাজ্যে আরও বেশি নাম বাদ গিয়েছে। আসল সমস্যা হলো, তৃণমূল ঘনিষ্ঠ বিএলও-রা অনেকের নাম কাটছে না, এখানেই গরমিল রয়েছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কর্মসূচিকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “হিন্দু ধর্মে লক্ষ্মীর পাঁচালী অত্যন্ত পবিত্র। আমি ছোটবেলায় মায়ের পুজোয় পাঁচালী পড়তাম। কিন্তু তৃণমূল সেই পাঁচালীকে এখন ‘চুরির পাঁচালীতে’ পরিণত করেছে। ওদের নেতারা কী কী চুরি করেছে, তা গ্রামে গেলেই শোনা যায়।” অনুপ্রবেশ ইস্যুতে তাঁর তোপ, “তৃণমূল চায় বর্ডার খুলে দিতে যাতে ওদের ‘চাচা-মামা’রা সহজে ঢুকে পড়তে পারে।” অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তাঁর বার্তা, যতদিন তাঁরা কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হবেন, ততদিন তাঁদের উন্নতি সম্ভব নয়। পরিশেষে, মৎস্য মন্ত্রীর আলটপকা মন্তব্য এবং বাসন্তীতে বোমার আঘাতে শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।