সাবধান! আপনার জমানো টাকা কি ‘আনক্লেমড’? ৭৮ হাজার কোটির ভাণ্ডার ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রের

বছরের পর বছর ধরে ব্যাঙ্কে পড়ে থাকা হাজার হাজার কোটি টাকা নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আপনার অজান্তেই হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের টাকা ব্যাঙ্কে অলস পড়ে রয়েছে। সেই টাকা এবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সরকারের বিশেষ উদ্যোগ ‘ইউর মানি, ইউর রাইট’ (Your Money, Your Right) অভিযানের অধীনে ইতিমধ্যেই প্রায় ২,০০০ কোটি টাকা বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের অক্টোবর মাস থেকে কেন্দ্রীয় সরকার এই মেগা ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাঙ্কিং সেক্টর ছাড়াও ইনস্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ডিভিডেন্ড, শেয়ার এবং পিএফ অ্যাকাউন্টে পড়ে থাকা দাবিহীন বা ‘আনক্লেমড’ টাকা উদ্ধারের কাজ চলছে জোরকদমে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ব্যাঙ্কগুলিতে প্রায় ৭৮,০০০ কোটি টাকা এমন অবস্থায় পড়ে আছে যার কোনো দাবিদার নেই। সাধারণত ১০ বছরের বেশি সময় ধরে কোনো সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট নিষ্ক্রিয় থাকলে সেটিকে ‘আনক্লেমড’ হিসেবে গণ্য করা হয়।

কেন এই বিশাল অঙ্কের টাকা ব্যাঙ্কে পড়ে থাকে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে গ্রাহকের বাসস্থান পরিবর্তন, পুরনো নথিপত্র হারিয়ে ফেলা, নমিনির নাম না থাকা বা জমানো টাকা সম্পর্কে উত্তরাধিকারীদের কোনো ধারণা না থাকার কারণে এই বিপুল পরিমাণ অর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জমা হয়ে থাকে। শুধু ব্যাঙ্ক নয়, বিমা ক্ষেত্রে প্রায় ১৪,০০০ কোটি টাকা এবং মিউচুয়াল ফান্ডে প্রায় ৩,০০০ কোটি টাকা অলস পড়ে রয়েছে। সাধারণ মানুষের কষ্টার্জিত এই অর্থ যেন প্রকৃত হকদাররা পান, তা নিশ্চিত করতেই এই ডিজিটাল ড্রাইভ শুরু করা হয়েছে। যদি আপনারও কোনো পুরনো বিনিয়োগ বা অ্যাকাউন্ট থেকে থাকে, তবে এখনই যাচাই করে নিন, কারণ সেই টাকার মালিক হতে পারেন আপনিও।