৩১ নম্বর জাতীয় সড়কে শিউরে ওঠা দুর্ঘটনা! ঘন কুয়াশায় ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিষে গেল ৩ বন্ধু

ঘন কুয়াশা আর বেপরোয়া গতির বলি হলেন তিন বন্ধু। রবিবার ভোররাতে আলিপুরদুয়ার শহর সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বস্তি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা। ১২ চাকার বিশাল এক ট্রেলারের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে লোহার স্তূপে পরিণত হয়।
ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। গরম বস্তি এলাকায় কুয়াশার চাদরে ঢাকা রাস্তায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। সেই সময় উলটো দিক থেকে আসা একটি ১২ চাকার ট্রেলারের সঙ্গে গাড়িটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি চিরে চ্যাপ্টা হয়ে যায়।
মৃতদের পরিচয়: ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক মনোজিৎ বিশ্বাসের (বাসিন্দা: সঙ্কোশ চা বাগান, কুমারগ্রাম)। গাড়িতে থাকা তাঁর খুড়তুতো ভাই শৌভিক বিশ্বাস এবং পেশায় মেকানিক রাজু মণ্ডলও (বাসিন্দা: আলিপুরদুয়ার) এই দুর্ঘটনায় প্রাণ হারান।
উদ্ধারকার্য ও কারণ: সংঘর্ষের পর ঘাতক ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে তিনজনের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ভোরে দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল। ঘন কুয়াশার কারণেই চালক উলটো দিকের গাড়িটি দেখতে পাননি বলে প্রাথমিক অনুমান।
পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করেছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অকালে তিন যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।