বিক্ষোভ নয়, সরাসরি ডেপুটু হাই কমিশনের দরবারে শুভেন্দু! বাংলাদেশের হিন্দু নিধন রুখতে বড় পদক্ষেপ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ভয়াবহ অত্যাচার এবং সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নিজের পূর্বঘোষিত কর্মসূচি বদলে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় কোনো বিক্ষোভ মিছিল নয়, বরং সরাসরি আলোচনার মাধ্যমে চাপ সৃষ্টি করতে শুক্রবার বিকেলে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, ২৬ তারিখ বিক্ষোভের ডাক দিলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। তিনি একটি চিঠি দেখিয়ে বলেন, “বিলম্বে হলেও প্রশাসনের বোধদয় ঘটেছে। শুক্রবার বিকেল ৪টেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আমাকে দেখা করার সময় দিয়েছেন।” শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন যে, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। যারা তাঁর সঙ্গে আসতে চান, তাঁদের দূরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

এই সফরের প্রধান কারণ হিসেবে তিনি ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের অমানবিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন। দীপু দাসকে প্রথমে গণপিটুনি এবং পরে জ্যান্ত গাছে বেঁধে পুড়িয়ে মারার যে নারকীয় উল্লাস উগ্রবাদীরা করেছে, তাতে দুই বাংলাতেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। শুভেন্দু জানতে চান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কী ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ৫ জন বিশিষ্ট সাধুসন্তকে সঙ্গে নিয়ে হাই কমিশনের অফিসে যাবেন। এই প্রতিনিধি দলে থাকবেন স্বামী মহাকাল গিরি, সঞ্জয় শাস্ত্রীজি, সর্বানন্দ অবদূতজি, শঙ্কর হেলাজি এবং কৃষ্ণা মাতাজি।