“জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে সংখ্যালঘুদের!” হাসিনার অডিও বার্তায় তোলপাড় বাংলাদেশ, কাঠগড়ায় ইউনূস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলা লাগাতার নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি অন্তর্বর্তী সরকারকে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড়দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ অডিও বার্তায় তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। হাসিনা অভিযোগ করেন, বর্তমান শাসক গোষ্ঠী অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর বার্তায় অত্যন্ত কড়া ভাষায় বলেন, “বাংলাদেশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আওয়ামী লীগ সেই আদর্শ মেনেই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল।” তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি দাবি করেন, বর্তমানে অ-মুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালানো হচ্ছে। এমনকি সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ তোলেন।
দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান প্রশাসন মানুষের ধর্মীয় স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ করছে। মানুষ নিজের ধর্মাচরণ করতেও ভয় পাচ্ছে। তবে তিনি আশাপ্রকাশ করেন যে, বাংলাদেশের মানুষ এই অন্ধকার সময় বেশিদিন মেনে নেবে না। বড়দিনের পবিত্রতা ও সম্প্রীতি এই অশুভ শক্তির বিনাশ ঘটাবে এবং খুব শীঘ্রই দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে।