“জয় শ্রীরাম” ধ্বনিতে কেঁপে উঠল স্কুল চত্বর, যিশুর উৎসবে বাধা দিয়ে চরম উত্তেজনা তিন রাজ্যে!

শীতের সকালে যখন বড়দিনের উৎসবে মেতেছে গোটা দেশ, তখনই অসমের এক মিশনারি স্কুলে চলল চরম তাণ্ডব। অভিযোগের তির বজরং দলের সদস্যদের দিকে। বড়দিন পালনের বিরোধিতা করে স্কুলের সাজানো জিনিসপত্র ছিঁড়ে, রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের নলবাড়ি জেলায়। শুধু অসম নয়, একই ধরনের অশান্তির খবর মিলেছে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং মধ্যপ্রদেশের বিদিশা থেকেও।
ঘটনাটি ঘটেছে নলবাড়ির পানিগাঁওয়ের সেন্ট মেরি ইংলিশ স্কুলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে স্কুল চত্বর মনোরমভাবে সাজানো হয়েছিল। শীতকালীন ছুটির কারণে স্কুল তখন প্রায় ফাঁকাই ছিল। সেই সুযোগে বজরং দলের একদল সদস্য স্কুলে ঢুকে প্রিন্সিপালের খোঁজ করেন। তাঁকে না পেয়ে শুরু হয় তাণ্ডব। ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দিয়ে স্কুলের আলোকসজ্জা ও যিশুর জন্মের সরণি ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্কুলের অদূরে একটি দোকানে বড়দিনের সরঞ্জাম বিক্রি হচ্ছিল, সেখানেও হামলা চালিয়ে জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি স্থানীয় কয়েকটি মলেও হানা দেয় বিক্ষোভকারীরা।
অসমের এই আগুনের আঁচ পৌঁছেছে অন্যান্য রাজ্যেও। উত্তরপ্রদেশের বরেলিতে গির্জার বাইরে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনটি। অন্যদিকে, মধ্যপ্রদেশের বিদিশায় একটি হোটেলে বড়দিনের পার্টি চলাকালীন তাতে বাধা দেয় বজরং দলের সদস্যরা। দিল্লি হাইকমিশনে বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই দেশের তিন রাজ্যে এই হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।
অসম প্রশাসন ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। উৎসবের মরশুমে ধর্মীয় অসহিষ্ণুতার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।