২৬-এর মহাযুদ্ধের ব্লু-প্রিন্ট তৈরি! আজ ৫ হাজার নেতাকে নিয়ে মেগা বৈঠকে বসছেন অভিষেক

চব্বিশের সাফল্যের পর এবার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন। বছর শেষ হওয়ার আগেই ঘর গোছাতে এবং রণকৌশল ঠিক করতে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। শুক্রবার এবং আগামী রবিবার—পরপর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই জোড়া বৈঠকের মূল লক্ষ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান বা ‘উন্নয়নের পাঁচালি’ পৌঁছে দেওয়া বাংলার প্রতিটি ঘরে।
আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন প্রায় ৫ হাজার প্রথম সারির নেতা-কর্মী। এরপর আগামী ২৮ ডিসেম্বর, রবিবার রাজ্যের ১ লক্ষ তৃণমূল কর্মীকে নিয়ে এক বিশাল ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন সাংসদ। এই বৈঠকগুলি থেকে অভিষেক স্পষ্ট বার্তা দেবেন যে, পাড়া, গলি, গ্রাম কিংবা শহর—কোথাও যেন প্রচারের খামতি না থাকে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ‘বঞ্চনা’র কথা তুলে ধরার নির্দেশ দেওয়া হবে। অভিষেক কর্মীদের বোঝাবেন, কীভাবে কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে অর্থ সাহায্য করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তৃণমূল সূত্রের খবর, খুব শীঘ্রই জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ—পুরো রাজ্যকে একই সুরে বাঁধতে মরিয়ম তিনি। বিরোধীদের ‘বাংলা বিরোধী’ তকমা দিয়ে তাদের মুখোশ খুলে দেওয়াই এখন তৃণমূলের প্রধান হাতিয়ার। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে তুরুপের তাস করতে চাইছে শাসক দল। আজকের বৈঠক থেকেই মূলত নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে দেবেন অভিষেক, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।