“এত খায় কেন?” হবু স্ত্রীর খাওয়ার বহর দেখে বিয়ে ভাঙলেন যুবক! ৩.৮ লাখ টাকা ফেরত চেয়ে সোজা আদালত

ভালোবাসা আর বিশ্বাসের ভিত যে কতটা ঠুনকো হতে পারে, তা আরও একবার প্রমাণ করল চিনের এক যুবকের অদ্ভুত মামলা। ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে আলাপ হওয়া প্রেমিকার বিরুদ্ধে এক যুবক আদালতে মামলা ঠুকেছেন কেবল তাঁর ‘অতিরিক্ত খাওয়া’ এবং উপহারের টাকা ফেরত পেতে। এই ঘটনা এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনাটি চিনের। ওই যুবক ও যুবতীর পরিচয় হওয়ার পর সামাজিকভাবে তাঁদের বিয়ে ঠিক হয়। যুবকের পরিবারের একটি জনপ্রিয় ‘মালাতাং’ (চিনের বিখ্যাত খাবার) রেস্তোরাঁ রয়েছে। বাগদান সম্পন্ন হওয়ার পর যুবতী হবু স্বামীর ব্যবসায় সাহায্য করতে সেই রেস্তোরাঁয় যোগ দেন। কিন্তু যুবকের অভিযোগ, কাজ করার বদলে যুবতী সারাদিন শুধু দামি দামি খাবার খেতেন। প্রায় ৬ মাস ধরে যুবতী ওই রেস্তোরাঁয় প্রচুর খাবার খেয়েছেন, যার মধ্যে বড় অংশই ছিল দামি মালাতাং।

যুবকের দাবি, বাগদত্তা থাকাকালীন তিনি যুবতীর পেছনে প্রায় ৩০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৮২ লক্ষ টাকা) খরচ করেছেন। এছাড়া কন্যাপণ হিসেবে যুবতীর পরিবারকে দিয়েছিলেন আরও ২০ হাজার ইউয়ান (প্রায় ২.৫৫ লক্ষ টাকা)। যুবতীর অতিরিক্ত খাওয়ার অভ্যাস এবং বদলে যাওয়া ব্যবহারে বিরক্ত হয়ে যুবক সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন এবং সমস্ত টাকা ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হন।

আদালতে যুবক অভিযোগ করেন, তাঁর হবু স্ত্রী কাজের চেয়ে খাওয়ার দিকেই বেশি নজর দিতেন। তবে যুবতী সব অভিযোগ অস্বীকার করেছেন। দীর্ঘ শুনানি শেষে আদালত জানায়, প্রেমের সম্পর্কে দেওয়া উপহারের টাকা ফেরতযোগ্য নয়। তবে নিয়ম অনুযায়ী, কন্যাপণ হিসেবে দেওয়া ২০ হাজার ইউয়ানের অর্ধেক অর্থাৎ ১০ হাজার ইউয়ান যুবককে ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। খাদ্যের কারণে প্রেম বিচ্ছেদের এই বিচিত্র ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।