বাংলাদেশিদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধ! ভারত-বিদ্বেষের পাল্টা কড়া পদক্ষেপ শিলিগুড়ি ওনার্স অ্যাসোসিয়েশনের

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল পর্যটন ও আতিথেয়তা শিল্পে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে ক্রমবর্ধমান ভারত-বিদ্বেষী প্রচারের প্রতিবাদে এবার কঠোর সিদ্ধান্ত নিল শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। শিলিগুড়ির কোনো হোটেলেই আর ঠাঁই পাবেন না বাংলাদেশের নাগরিকরা। ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে।
কেন এই কঠোর সিদ্ধান্ত? অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে বর্তমানে যেভাবে ভারত বিরোধী মানসিকতা তৈরি করা হচ্ছে এবং উগ্রপন্থী চিন্তাধারার প্রসার ঘটছে, তা উদ্বেগের বিষয়। বিশেষ করে শিলিগুড়ি করিডোর (চিকেন’স নেক) এবং উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে যেভাবে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, তাকে আর হালকাভাবে নিতে নারাজ ভারতীয় ব্যবসায়ীরা। তাদের মতে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবার আগে।
পর্যটনে বড় প্রভাবের আশঙ্কা: শিলিগুড়ি মূলত উত্তর-পূর্ব ভারত এবং সিকিম-ডুয়ার্স ভ্রমণের প্রবেশদ্বার। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি নাগরিক চিকিৎসার প্রয়োজনে বা ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হোটেল মালিকদের এই সিদ্ধান্ত পর্যটন ব্যবসায় প্রভাব ফেললেও, তাঁরা ‘দেশ আগে’ এই নীতিতেই অটল থাকতে চাইছেন। অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখেই বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।