বড়দিনে ভিড় উপচে পড়ল পার্কস্ট্রিটে, ফুটপাথের স্টলে বই মাড়িয়ে গেল জনতা

কলকাতার বড়দিন মানেই পার্কস্ট্রিট। আলোর মালায় সেজে ওঠা এই ‘সাহেব পাড়া’ দেখতে প্রতি বছরই মানুষের ঢল নামে। কিন্তু চলতি বছরে বড়দিনের রাতে সেই চেনা ছবিটাই বদলে গেল এক বিভীষিকায়। বৃহস্পতিবার রাতে পার্কস্ট্রিটে ভিড়ের চাপে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পদপিষ্ট হওয়ার মতো উপক্রম হয়েছিল। এরই মাঝে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শহরবাসীর একাংশ রীতিমতো ক্ষুব্ধ।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পার্কস্ট্রিটের ফুটপাথে এক বিক্রেতা বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন। কিন্তু ভিড়ের চাপে দিগ্বিদিক জ্ঞানশূন্য মানুষ সেই বইয়ের ওপর দিয়েই পা দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছেন। তিল ধারণের জায়গা না থাকায় সাধারণ মানুষের এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। কেউ বলছেন, “বইয়ের প্রতি সম্মান আজ ধুলিস্যাৎ”, আবার কেউ ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম।
এদিন সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা খোদ এলাকা পরিদর্শন করলেও, রাতের দিকে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুধারে ব্যারিকেড থাকলেও অতিরিক্ত জনসুনামির চাপে পুলিশ কর্মীদেরও হিমশিম খেতে দেখা যায়। রেস্তোরাঁগুলোর সামনে ছিল মাইলের পর মাইল লম্বা লাইন। কোথাও কোথাও ঠেলাঠেলিতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন। বরাতজোরে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও, সুরক্ষার অভাব প্রকট হয়ে ধরা পড়েছে।
View this post on Instagram
পার্কস্ট্রিটের এই ঐতিহ্যের শেকড় অনেক গভীরে। ব্রিটিশ আমল থেকেই এই এলাকা ছিল খ্রিস্টধর্ম ও ইউরোপীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সেই ট্র্যাডিশন মেনে আজও অ্যালেন পার্কে মিউজিক আর ক্যারোলে মেতে ওঠে মানুষ। কিন্তু বড়দিনের এই আনন্দ কেন বারবার এমন বিশৃঙ্খলায় পরিণত হচ্ছে, তা নিয়ে চিন্তিত সুশীল সমাজ। আলোর রোশনাইয়ের আড়ালে পার্কস্ট্রিটের এই ‘অন্ধকার’ ছবি উৎসবের আমেজকে কিছুটা হলেও ম্লান করে দিল।