দিল্লি পুলিশের মাস্টারস্ট্রোক, উৎসবের আবহে ‘সান্তা’ হয়ে সাধারণ মানুষকে ডিজিটাল নিরাপত্তা দিলেন পুলিশকর্মীরা

বড়দিনের মরশুমে যখন সাধারণ মানুষ উৎসবের মেজাজে, ঠিক তখনই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল দিল্লি পুলিশ। বড়দিনের উপহার নয়, বরং উপহারের ঝুলিতে করে সাইবার অপরাধ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ ‘টিপস’ নিয়ে হাজির হলেন পুলিশকর্মীরা। সান্তা ক্লজের বেশে রাস্তায় নেমে তাঁরা সাধারণ মানুষকে বোঝালেন কীভাবে অনলাইন জালিয়াতি এবং ফিশিং স্ক্যাম থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
দিল্লি পুলিশের এই বিশেষ প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সান্তা সে শিখ’ (Santa Se Seekh)। এর আওতায় সান্তার পোশাক পরা পুলিশকর্মীরা ব্যস্ত বাজার, মল এবং মেট্রো স্টেশনের বাইরে ভিড় জমান। তাঁরা সাধারণ মানুষের হাতে চকোলেটের বদলে এমন সব লিফলেট তুলে দেন, যেখানে ওটিপি (OTP) শেয়ার না করা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং কিউআর কোড (QR Code) স্ক্যানের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উৎসবের সময় সাইবার অপরাধীরা অনেক সময় ‘ফ্রি গিফট’ বা ‘ডিসকাউন্ট কুপন’-এর টোপ দিয়ে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দেয়, সেই বিপদ সম্পর্কেই এদিন সতর্ক করা হয়।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা চেয়েছিলাম উৎসবের আনন্দ বজায় রেখেই মানুষকে একটি জরুরি বার্তা দিতে। সান্তা ক্লজ যেমন আনন্দের প্রতীক, তেমনই আমাদের এই সান্তারা সাইবার সুরক্ষার রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন।” পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিল্লির সাধারণ মানুষ। বড়দিনের এই রঙিন প্রচারের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি নিয়ে যে সচেতনতা ছড়ানো হয়েছে, তা বর্তমান সময়ে অত্যন্ত কার্যকরী বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।