সংখ্যালঘু হত্যা ও জঙ্গিবাদের উত্থান! ভারতের সাহায্য চেয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বড় বয়ান বাহাউদ্দিন নাসিমের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের ঝড় তুললেন নির্বাসিত আওয়ামী লিগ নেতা বাহাউদ্দিন নাসিম। কলকাতায় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার “জঙ্গি ও অপরাধীদের সরাসরি প্রশ্রয় দিচ্ছে”। তাঁর দাবি, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ এক গভীর সংকটে নিমজ্জিত হয়েছে, যেখানে সাম্প্রদায়িক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় প্রতিদিন বাড়ছে।

নাসিম পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, গত কয়েক মাসে বাংলাদেশে অন্তত ২৫০টিরও বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কয়েক লক্ষ শ্রমিক আজ কর্মহীন। তিনি অভিযোগ করেন, হাসিনার আমলে যে জিডিপি বৃদ্ধির হার ৮ শতাংশ ছিল, তা এখন তলানিতে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ কমছে এবং বৈদেশিক আস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এর পাশাপাশি তিনি ময়মনসিংহের পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন যে, সংখ্যালঘুরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের নাকের ডগায় উগ্রবাদী শক্তি দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

কলকাতার মাটি থেকে এই আওয়ামী লিগ নেতা স্পষ্ট জানান, বাংলাদেশে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে তাঁরা ভারতের সমর্থন চাইছেন। তাঁর মতে, ভারত সর্বদা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পাশে থেকেছে এবং বর্তমান সংকটেও দিল্লির ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতায় এসে নাসিমের এই বক্তব্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং ইউনূস সরকারের ওপর কূটনৈতিক চাপ তৈরির একটি সুকৌশলী প্রচেষ্টা। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে বারবারই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করা হয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01