মাঠের মাঝে রোহিতকে ‘বড়া পাও’ খাওয়ার প্রস্তাব! জয়পুরে হিটম্যানের রিয়্যাকশন দেখে হেসেই খুন নেটিজেনরা

ভারতীয় ক্রিকেটের মহাতারকা রোহিত শর্মা যেখানেই যান, সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। বুধবার জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হল না। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ‘হিটম্যান’। আর সেই ম্যাচ চলাকালীনই গ্যালারি থেকে এক মজাদার অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় একদল অনুরাগী রোহিতকে উদ্দেশ্য করে চিৎকার করে ‘বড়া পাও’ খাওয়ার প্রস্তাব দেন। প্রিয় তারকার জন্য তাঁদের এই আজব আবদার শুনে রোহিতও মেজাজ হারাননি। বরং মুচকি হেসে হাত নেড়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। রোহিত কেন প্রস্তাব ফেরালেন, তার উত্তর লুকিয়ে আছে তাঁর সাম্প্রতিক ফিটনেস মন্ত্রে। গত কয়েক মাসে কঠোর পরিশ্রম করে নিজের ওজন অনেকটাই ঝরিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক। এমনকি দিনকয়েক আগে বিরাট কোহলি তাঁকে কেক খাওয়ার প্রস্তাব দিলেও রোহিত মজা করে বলেছিলেন, “আবার মোটা হয়ে যাব।” ফিটনেস নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, তখন বড়া পাও-এর মতো তেলমশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই যে তাঁর লক্ষ্য, তা বুঝিয়ে দিলেন রোহিত।
মাঠের বাইরে তিনি যেমন শান্ত, মাঠের ভেতরেও ব্যাট হাতে ততটাই বিধ্বংসী মেজাজে ধরা দিলেন। সিকিমের বিরুদ্ধে এই ম্যাচেও রোহিতের চওড়া ব্যাট কথা বলল। ফিটনেস এবং ফর্ম—দুটোতেই যে তিনি এখন অনন্য উচ্চতায়, তা আরও একবার প্রমাণিত হল জয়পুরের মাঠে।