সাংসদই থাকুন, ফের বিধায়ক হওয়ার ভুল করবেন না! পার্থ ভৌমিকের ডেরায় দাঁড়িয়েই কড়া ‘লক্ষ্মণরেখা’ টানলেন সুব্রত বক্সি

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ ভৌমিকের উদ্দেশ্যে এক তাৎপর্যপূর্ণ এবং কড়া বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বুধবার নৈহাটি উৎসবের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে পার্থ ভৌমিকের সামনেই বক্সি বলেন, “পার্থ ভৌমিককে বলব, জীবনে যেন এই ভুল না-করেন। সাংসদ পদ ছেড়ে তিনি যেন আবারও বিধায়ক হওয়ার চেষ্টা না-করেন।” তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ এবং মমতা ঘনিষ্ঠ সুব্রত বক্সির এই প্রকাশ্য বার্তায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, দলের একটি অংশ চাইছিল ২০২৬-এর বিধানসভা ভোটে পার্থ ভৌমিককে আবারও তাঁর পুরনো কেন্দ্র নৈহাটি থেকে প্রার্থী করা হোক। জল্পনা ছিল, পার্থ বিধায়ক হলে তাঁর জায়গায় ঘনিষ্ঠ কোনো বিধায়ককে লোকসভায় পাঠানোর তোড়জোড় শুরু হতে পারে। কিন্তু সুব্রত বক্সি এদিনের বক্তব্যে সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিলেন। রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এমন কড়া বার্তা দেওয়া বক্সির পক্ষে অসম্ভব। অর্থাৎ, দল চায় পার্থ জাতীয় রাজনীতিতেই মনোনিবেশ করুন।
উল্লেখ্য, ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিংকে হারিয়ে লোকসভায় পৌঁছেছেন পার্থ। তার আগে তিনি তিনবারের বিধায়ক ও সেচমন্ত্রী ছিলেন। এদিন বক্সি স্পষ্ট করে দেন, আগামী দিনে মমতাকে সামনে রেখে যে নতুন দিগন্ত শুরু হবে, সেখানে পার্থকে সাংসদ হিসেবেই থাকতে হবে। এই বার্তার পর নৈহাটির বর্তমান বিধায়ক সনৎ দে বা অন্যান্য স্থানীয় নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে পার্থ ভৌমিক নিজে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।