“গান্ধীর ভারত আজ মৃত্যুর মুখে!” উত্তরাখণ্ডে কাশ্মীরি বিক্রেতাকে নিগ্রহের ঘটনায় বজরং দলকে তীব্র আক্রমণ ইলতিজার

উত্তরাখণ্ডের উধম সিং নগরে এক কাশ্মীরি শাল বিক্রেতার ওপর বজরং দলের কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। অভিযোগ, কেবল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে অস্বীকার করায় বিলাল আহমেদ নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পিডিপি নেত্রী ইলতিজা মুফতি বিজেপি এবং আরএসএস-এর সহযোগী সংগঠনগুলোকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বজরং দল এবং আরএসএস একটি ক্যানসার যা ভারতকে অসুস্থ করে তুলছে। গান্ধীর ভারত আজ মৃত্যুর দ্বারপ্রান্তে।”
আক্রান্ত বিলাল আহমেদ কাশ্মীরের কুপওয়ারার বাসিন্দা। গত ১০ বছর ধরে তিনি উত্তরাখণ্ডের কাশিপুরে শান্তিপূর্ণভাবে শাল বিক্রির ব্যবসা করছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বজরং দলের একদল কর্মী তাঁকে ঘিরে ধরে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। বিলাল তাতে রাজি না হওয়ায় শুরু হয় মারধর। তাঁর জিনিসপত্র লুট করা হয়েছে এবং মুখে ও মাথায় উপর্যুপরি ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ। এমনকি তাঁকে অবিলম্বে এলাকা ছেড়ে না গেলে খুনের হুমকিও দেওয়া হয়।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (JKSA)। সংগঠনের পক্ষ থেকে উত্তরাখণ্ডের ডিজিপি দীপম শেঠকে চিঠি লিখে দ্রুত এফআইআর দায়ের এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। জেকএসএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিলাল দীর্ঘ এক দশক ধরে স্থানীয়দের সঙ্গে মিলেমিশে থাকলেও এখন তাঁকে রাজ্য ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বড় আঘাত বলে মনে করছেন বিশিষ্টজনেরা।