অ্যাসিডের পর এবার কি সরাসরি খুনের চেষ্টা? হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন ইমরান খানের প্রাক্তন উপদেষ্টা শাহজাদ আকবর

পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রাক্তন উপদেষ্টা মির্জা শাহজাদ আকবরের ওপর ব্রিটেনে ভয়াবহ হামলা হয়েছে। একদল মুখোশধারী দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ। এই হামলায় আকবরের মুখমণ্ডলে গুরুতর চোট লেগেছে; তাঁর নাক ও চোয়াল ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ব্রিটেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পাক সেনাপ্রধান আসিম মুনিরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত শাহজাদ আকবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সামরিক নেতৃত্বের তীব্র সমালোচনা করেছিলেন। তাঁর দাবি ছিল, গত সাড়ে তিন বছর ধরে ভয় ও সন্ত্রাসের মাধ্যমে পাকিস্তান শাসন করার চেষ্টা করছেন মুনির। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ইসলামাবাদের পক্ষ থেকে তাঁকে ব্রিটেন থেকে প্রত্যর্পণের চেষ্টা শুরু হয়। আকবরের সমর্থকদের দাবি, এই হামলার নেপথ্যে সরাসরি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ও আসিম মুনিরের হাত রয়েছে। তাঁরা বিষয়টিকে ‘ট্রান্সন্যাশনাল রিপ্রেশন’ বা আন্তর্জাতিক দমন-পীড়ন হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে শাহজাদ আকবর দাবি করেছিলেন যে ব্রিটেনের বাড়ির সামনেই তাঁর ওপর অ্যাসিড হামলা চালানো হয়েছে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২২ সাল থেকেই তিনি সপরিবারে ব্রিটেনে বসবাস করছেন। শাহজাদ আকবরের ওপর এই ক্রমাগত হামলা এবং তাঁর ভাইকে পাকিস্তানে গুম করার অভিযোগ বিদেশের মাটিতে পাকিস্তানের রাজনৈতিক প্রতিহিংসার এক কুৎসিত রূপকেই সামনে এনেছে। ব্রিটিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।