রাজবাড়ীতে গণপিটুনিতে খতম ত্রাস ‘সম্রাট’! গভীর রাতে গৃহস্থের বাড়িতে তোলা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার

বাংলাদেশে ফের এক যুবককে গণপিটুনিতে পিটিয়ে মেরে ফেলার নৃশংস অভিযোগ উঠল। রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন কালীমোহর ইউনিয়নের হোসেনডাঙা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম অমৃত মণ্ডল (২৯), যিনি এলাকায় ‘সম্রাট’ নামে পরিচিত ছিলেন। অভিযোগ, তিনি ‘সম্রাট বাহিনী’ নামে একটি অপরাধী চক্র চালাতেন এবং তাঁর বিরুদ্ধে খুন ও তোলাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে একটি বাড়িতে তোলা আদায় করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রাণ হারান তিনি।

স্থানীয় সূত্রে খবর, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকা ছেড়ে পালিয়েছিলেন সম্রাট। সম্প্রতি গ্রামে ফিরেই তিনি ফের সক্রিয় হয়ে ওঠেন। বুধবার রাত ১১টা নাগাদ তিনি তাঁর দলবল নিয়ে স্থানীয় বাসিন্দা শহিদূল ইসলামের বাড়িতে চড়াও হন এবং মোটা টাকা দাবি করেন। বাড়ির মালিক ও পরিজনরা ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে তাঁদের ঘিরে ফেলে। সম্রাটের সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট ধরা পড়ে যান এবং ক্ষিপ্ত জনতার বেধড়ক মারধরে গুরুতর জখম হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী মহম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহে যুবককে পুড়িয়ে মারার রেশ কাটতে না কাটতেই এই গণপিটুনির ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

Dipak Barman01
  • Dipak Barman01