‘ভয় দেখিয়ে কাজ হবে না’, রাজস্থানে রথযাত্রার মঞ্চে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক, যুবক গ্রেফতার

রাজস্থানের দৌসা জেলায় বিজেপি বিধায়ক ভাগচাঁদ টানকাডার মেজাজ হারানোর একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। জনসভায় বক্তব্য রাখার সময় এক যুবক তাঁর হাত ধরে উন্নয়নমূলক কাজের দাবি জানাতে গেলে প্রচণ্ড ক্ষুব্ধ হন বিধায়ক। ঘটনার পরেই পুলিশ ওই যুবককে শান্তি বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করেছে।

দৌসার বাসওয়া এলাকায় ‘বিকাশ রথযাত্রা’র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বান্দিকুইয়ের বিজেপি বিধায়ক ভাগচাঁদ। অভিযোগ, সেই সময় এক যুবক তাঁর কাছে এসে কাজের দাবি জানিয়ে হাত ধরে ফেলেন। এতেই মেজাজ হারিয়ে বিধায়ক বলেন, “যদি কারও ভুল বোঝাবুঝি থাকে, তবে চশমা বদলে ফেলুন। আমি ভয় দেখানোর লোক নই। আমার হাত ধরে কাজ আদায়ের চেষ্টা করবেন না। কেউ এমন করলে আমি তাকে ঘাড় ধরে বের করে দেব।”

তিনি আরও যোগ করেন যে, কাজের কথা বলার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে এবং তিনি বৈধ কাজ করতে সব সময় প্রস্তুত। কিন্তু এই ধরনের আচরণ তিনি বরদাস্ত করবেন না। বিধায়কের এই কড়া মন্তব্য এবং শাসানি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলে বিধায়কের এই ‘অহংকারী’ আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Dipak Barman01
  • Dipak Barman01