লিফটে সামান্য ঝামেলা আর তারপরেই ব্ল্যাকমেইল! ব্যবসায়ীর ছেলেকে ফাঁসাতে গিয়ে জালে দুই মহিলা

শ্লীলতাহানির মিথ্যে মামলা সাজিয়ে ব্যবসায়ীর থেকে ১০ কোটি টাকা হাতানোর ছক! মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলের জালে ধরা পড়লেন হেমলতা পাটকর (৩৯) এবং আমরিনা ফার্নান্দেজ (৩৩) নামে দুই মহিলা। এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ তুলে বিপুল পরিমাণ টাকা দাবি করার অপরাধে তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৪ নভেম্বর। গোরেগাঁওয়ের ব্যবসায়ী অরবিন্দ গোয়েলের ছেলে রিতমের বাগদান উপলক্ষে আম্বোলি এলাকার একটি হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। গভীর রাতে পার্টি শেষে রিতম ও তাঁর বন্ধুরা লিফটে নামার সময় এক অপরিচিতা মহিলা সেখানে প্রবেশ করেন। ওই মহিলার দাবি ছিল, রিতম তাঁর ওপর লেজার লাইট ফেলেছেন। এই নিয়ে বচসা শুরু হয় এবং লিফট নিচে পৌঁছাতেই ওই মহিলা শ্লীলতাহানির চিৎকার জুড়ে দেন। পরে আম্বোলি থানায় রিতমের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
পুলিশ সূত্রে খবর, এরপরই শুরু হয় আসল খেলা। আদালতের বাইরে মামলা মিটিয়ে নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেন অভিযুক্ত দুই মহিলা। চলে লাগাতার হুমকি। আলোচনার পর দাবির অঙ্ক কমে দাঁড়ায় ৫.৫ কোটি টাকায়। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন অরবিন্দ গোয়েল। পুলিশি পরিকল্পনায় লোয়ার পারেল এলাকায় ১.৫ কোটি টাকা (যার মধ্যে ছিল জাল নোটের বান্ডিল) নিতে এসেই পুলিশের পাতা ফাঁদে ধরা পড়েন দুই মহিলা। এই চক্রে উৎকর্ষ নামে আরও একজন জড়িত, যার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।