সব তিক্ততা ভুলে কোলাকুলি! দেবের ‘প্রজাপতি ২’ দেখে কী বললেন শিবপ্রসাদ? অবাক টলিউড

টলিউডে কি তবে নতুন সমীকরণের সূর্যোদয় হলো? পুজোয় ‘বহুরূপী’ বনাম ‘টেক্কা’র সেই হাইভোল্টেজ লড়াই আর ব্যক্তিগত আক্রমণ ভুলে এবার সৌজন্যের নজির গড়লেন টলিউডের দুই মহারথী দেব ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বড়দিন মানেই দেবের জন্মদিন আর বড়পর্দায় তাঁর নতুন ছবির ধামাকা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’। আর এই বিশেষ দিনে দেব ও পরিচালক অভিজিৎ সেনকে দরাজ সার্টিফিকেট দিলেন উইন্ডোজ-এর কর্ণধার শিবপ্রসাদ।

এক ভিডিও বার্তায় শিবপ্রসাদ বলেন, “গত কয়েক বছর ধরে ২৫ ডিসেম্বর দিনটাকে নিজের করে নিয়েছেন পরিচালক অভিজিৎ সেন। ওঁর প্রতিটি সিনেমা জয়ের নিশান উড়িয়েছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গর্বিত করেছে। হিন্দি সিনেমার সঙ্গে টক্কর দিচ্ছে এই ছবিগুলো।” এখানেই শেষ নয়, ছবির নিবেদক অতনু রায়চৌধুরী এবং বিশেষ করে সাংসদ-অভিনেতা দেবকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন শিবপ্রসাদ। পুজোয় দুই তারকার মধ্যে সম্পর্কের যে ফাটল দেখা দিয়েছিল, এই বার্তার মাধ্যমে তা কার্যত জোড়া লাগল বলেই মনে করছে টলিপাড়া।

সম্প্রতি ফেডারেশনের একটি অনুষ্ঠানেও দেব ও শিবপ্রসাদকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। দেবও পাল্টা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়কে। দেবের কথায়, “শিবু আমার খুব কাছের মানুষ এবং বাংলার গর্ব। ওরা টলিউডের থিংক ট্যাঙ্ক। লড়াইটা কে বড় তা নিয়ে নয়, লড়াইটা হলো বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করার।” বড়দিনের মিঠে রোদে দুই তারকার এই ‘বরফ গলা’ রসায়ন এখন নেটপাড়ায় হট টপিক।

Dipak Barman01
  • Dipak Barman01