উৎসবের জোয়ারে তিলোত্তমা! বড়দিনে পার্ক স্ট্রিটে মানুষের ঢল, ভিড় সামলাতে মেগা প্ল্যান মেট্রোর

শীতের মিঠে রোদ আর হালকা উত্তুরে হাওয়ার পরশ মেখে শহর কলকাতা মেতে উঠেছে বড়দিনের উৎসবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিলোত্তমার এই ‘কার্নিভাল’ আবারও প্রমাণ করে দিল কেন কলকাতাকে ‘সিটি অফ জয়’ বলা হয়। প্রতি বছরের মতো এবারও আলোকসজ্জায় সেজে উঠেছে তিলোত্তমার রাজপথ। তবে কলকাতার বড়দিন মানেই অবধারিতভাবে গন্তব্য পার্ক স্ট্রিট। আর সেই পার্ক স্ট্রিটের জাদুকরী সাজের টানে যখন আট থেকে আশি রাস্তায় নামছে, তখন শহরবাসীর সুবিধায় এক বড়সড় ও যুগান্তকারী সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

বড়দিনের ভিড় সামলাতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে মেগা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রো। জানা গিয়েছে, ক্রিসমাসের দিন ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পরিষেবার সময়সীমাও। উত্তর-দক্ষিণ করিডোর বা ব্লু লাইনে দিনের ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে, যাতে স্টেশনে মানুষের জমায়েত নিয়ন্ত্রণ করা যায়। মূলত পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশনে বাড়তি ভিড় সামলাতে নিরাপত্তারক্ষী এবং টিকিট কাউন্টারের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

পার্ক স্ট্রিটের বর্ণিল আলোকসজ্জা আর কেকের গন্ধে যখন গোটা শহর বিভোর, তখন মেট্রোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ করে তুলেছে। মাঝরাত পর্যন্ত ট্রেন চলাচলের এই গ্রিন সিগন্যাল পেয়ে খুশি শহরবাসীও। একদিকে ক্যাথেড্রাল চার্চের প্রার্থনা, অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আলিপুর চিড়িয়াখানার ভিড়— সব মিলিয়ে বড়দিনের আমেজে কোনো খামতি রাখতে রাজি নয় প্রশাসন। কলকাতা মেট্রোর এই তৎপরতা উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01