প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় ধামাকা! বছরের শেষেই শুরু ইন্টারভিউ, কোন প্রার্থীরা আগে ডাক পেলেন?

রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে চলতি বছরের শেষ লগ্নেই প্রথম পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এই ইন্টারভিউ নেওয়া হবে। তবে প্রথম ধাপে মূলত ইংরেজি মাধ্যম স্কুলগুলির জন্য আবেদনকারীদেরই ডাকা হচ্ছে।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, বর্তমানে প্রাথমিকে মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদ রয়েছে। ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ শেষ হলে নতুন বছর অর্থাৎ ২০২৬-এর শুরু থেকেই বাংলা ও অন্যান্য মাধ্যমের স্কুলগুলির ইন্টারভিউ পর্যায়ক্রমে নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। সল্টলেকের আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে কেন্দ্রীয়ভাবে এই ইন্টারভিউ হবে। পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হবে এবং পরীক্ষকরা কোনো কাগজে নম্বর না লিখে সরাসরি অনলাইনে নম্বর আপলোড করবেন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৯ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬০ হাজার প্রার্থী আবেদন করেছেন। ইন্টারভিউতে মৌখিক প্রশ্নের পাশাপাশি প্রার্থীদের একটি ‘ডেমো ক্লাস’ দিয়ে দেখাতে হবে যে তাঁরা শ্রেণিকক্ষে কেমন পড়ান। ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। পর্ষদ সূত্রে খবর, ইন্টারভিউ পর্ব শেষ হলেই দ্রুত মেধা তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘ টালবাহানার পর নিয়োগের চাকা ঘুরতে শুরু করায় আশার আলো দেখছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।