ওড়িশায় বাংলা বলায় ‘বাংলাদেশি’ তকমা! মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে রণক্ষেত্র রাজনীতি

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার ভূমিপুত্র। ওড়িশার সম্বলপুরে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম জুয়েল শেখ (২১), বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চকবাহাদুরপুর এলাকায়। এই ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বড়দিনের আবহে এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের নিরাপত্তার অভাব নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, “বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলাটাই যেন অপরাধ। সেখানে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে টার্গেট করা হচ্ছে।” প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বঙ্গসফর ও বিজেপির স্লোগানকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, “বেঁচে থাকতে হলে কি বিজেপিই করতে হবে? সংবিধানবিরোধী এই মানসিকতা কেন?” তাঁর দাবি, আকির শেখ, পলাশ শেখ এবং জুয়েল রানার ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ওড়িশা পুলিশ এই ঘটনার নেপথ্যে সাম্প্রদায়িক বা ভাষা-বিদ্বেষের তত্ত্ব খারিজ করেছে। ওড়িশা পুলিশের আইজি হিমাংশু কুমার লাল জানান, শ্রমিকরা কাজ থেকে ফেরার সময় ৬ জন স্থানীয় ব্যক্তি তাঁদের কাছে বিড়ি চায়। সেই নিয়ে বচসা শুরু হলে হাতাহাতিতে জুয়েলের মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিবারের দাবি, বাংলাদেশি সন্দেহে ঘরে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনহারা পরিবার।

Dipak Barman01
  • Dipak Barman01