ব্রহ্মোসের হুঙ্কার! ৮৩% দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘মহা-অস্ত্র’, ২০২৬-এর লক্ষ্যমাত্রা শুনে কাঁপছে শত্রুপক্ষ!

প্রতিরক্ষা ক্ষেত্রে ফের বিশ্বকে তাক লাগিয়ে দিল ভারত। সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস (BrahMos) এখন প্রায় পুরোপুরি ‘স্বদেশী’ হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রায় ৮৩ শতাংশ প্রযুক্তি ও যন্ত্রাংশ এখন ভারতেই তৈরি হচ্ছে। কিন্তু এখানেই থেমে থাকা নয়, ২০২৬ সালের মধ্যে দেশীয়করণের এই মাত্রাকে ৮৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিগত কয়েক বছরে বিদেশি যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমিয়ে ভারতীয় সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দিয়েছে ‘ব্রহ্মোস অ্যারোস্পেস’। ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ— এয়ারফ্রেম, গাইডেন্স সিস্টেম এবং প্রোপালশন উপাদানের মতো সাবসিস্টেমগুলি এখন দেশীয় সংস্থাগুলি সরবরাহ করছে। বিশেষ করে টাইটানিয়াম কাস্টিং এবং উন্নত অ্যাভিওনিক্স তৈরিতে ভারত এখন স্বনির্ভর। এর ফলে দীর্ঘ সামরিক অভিযানের সময় বিদেশি কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না ভারতীয় সেনাকে।
বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মোসের এই দেশীয়করণ ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গেম-চেঞ্জার হতে চলেছে। এতে রক্ষণাবেক্ষণের সময় কমবে এবং সরবরাহ শৃঙ্খল (Supply Chain) অনেক বেশি নিরাপদ হবে। শুধু তাই নয়, উৎপাদন খরচ কমলে ভারতের রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে। বর্তমানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী— তিন ক্ষেত্রেই ব্রহ্মোস মোতায়েন করা হয়েছে। ভারতের এই ক্রমবর্ধমান সামরিক শক্তিতে কপালে ভাঁজ পড়েছে প্রতিবেশি দেশগুলোর।