মুম্বই দখলের ব্লু-প্রিন্ট! ২২৭ আসনেই লড়বে মহাজোট, টিকিট না পেলেও ‘মাঠে নামার’ কড়া বার্তা ফড়নবিশের

মুম্বই পৌর কর্পোরেশন (BMC) নির্বাচনকে সামনে রেখে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে মহাজোট হিসেবেই তাঁরা মুম্বইয়ের ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার মুম্বইয়ের ছয়টি বিভাগের সাংগঠনিক শক্তি পর্যালোচনার জন্য আয়োজিত এক মেগা বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
আসন্ন নির্বাচনে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে এনসিপি-র (অজিত পাওয়ার গোষ্ঠী) অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা চলছিল। বিশেষ করে নবাব মালিকের ইস্যুতে এনসিপি-র সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল, তা নিয়ে ধন্দ ছিল কর্মীদের মধ্যে। ফড়নবিশ এদিন সেই জট কাটার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, শিন্ডে-সেনা আমাদের দীর্ঘদিনের মিত্র এবং এনসিপি-ও জোটের অংশ হিসেবেই নির্বাচনে নামবে।
টিকিট বণ্টন নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২২৭টি আসনেই আমাদের প্রার্থী থাকবে। অনেকেরই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাবেন নির্দিষ্ট কয়েকজন। টিকিট পাই বা না পাই, অটলজির স্বপ্ন পূরণের জন্য আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে।” মুম্বইয়ের ক্ষমতা কুক্ষিগত করতে বিজেপি ও শিবসেনা যে কোনও কসুর ছাড়তে রাজি নয়, ফড়নবিশের এই ‘বিস্তৃত পর্যালোচনা’ বৈঠক থেকে তা পরিষ্কার।