পিচে নেমেই ছক্কা! ব্যাট হাতে উপ-মুখ্যমন্ত্রী সিনহা, বল হাতে ক্লিন বোল্ড করলেন মন্ত্রী শ্রেয়সী সিং

বৃহস্পতিবার বিহারের রাজধানী পাটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর স্মরণে আয়োজিত মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠান এক অনন্য ও মজাদার দৃশ্যের সাক্ষী থাকল। মহিলা ক্রিকেটারদের উৎসাহিত করতে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল শেষে খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা অলিম্পিয়ান শ্রেয়সী সিং এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ক্রিকেট পিচে অবতীর্ণ হন।
রাজধানীর মইনুল হক স্টেডিয়ামে ডিজিটাল ইন্ডিয়া থান্ডার এবং জল জীবন স্ট্রাইকার্সের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে ডিজিটাল ইন্ডিয়া থান্ডার চ্যাম্পিয়ন হয়। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শ্রেয়সী ও বিজয় সিনহার মধ্যকার প্রীতি লড়াই। পেশাদার শ্যুটার তথা ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং যখন বল হাতে দৌড় শুরু করেন, তখন ব্যাট হাতে ক্রিজে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী। প্রথম কয়েকটি বল সামলে নিলেও, অলিম্পিয়ানের একটি নিখুঁত ডেলিভারিতে উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা একেবারে ক্লিন বোল্ড হয়ে যান। এই দৃশ্য দেখে স্টেডিয়ামে হাসির রোল ওঠে এবং দর্শকরা করতালিতে ফেটে পড়েন।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রেয়সী সিং জানান, বিজেপির ক্রীড়া শাখা গত ছয় বছর ধরে অটলজীর স্মরণে এই সফল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। তিনি বলেন, “এই ধরনের প্ল্যাটফর্ম মহিলা ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে সাহায্য করছে। খেলাধুলার উন্নতির জন্য সমাজ ও সরকারকে একযোগে কাজ করতে হবে।” উপ-মুখ্যমন্ত্রী বোল্ড হলেও খেলোয়াড়দের মনোবল বাড়াতে ক্রীড়ামন্ত্রীর এই প্রাণবন্ত ভূমিকার প্রশংসা করেন সকলে।