মৃত্যুপুরী থেকে ফেরা! বিষাক্ত সিরাপ খেয়ে ২৪ শিশুর মৃত্যু, ১১৫ দিনের যমে-মানুষে লড়াই জিতে ফিরল একরত্তি কুনাল

মধ্যপ্রদেশের সেই শিউরে ওঠা ওষুধ ট্র্যাজেডি আজও ভোলেনি দেশ। বিষাক্ত কাশির সিরাপ খেয়ে যেখানে ২৪টি নিষ্পাপ প্রাণ ঝরে গিয়েছিল, সেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এল পাঁচ বছরের কুনাল যাদুবংশী। টানা ১১৫ দিনের যমে-মানুষে লড়াই, অসংখ্য অস্ত্রোপচার আর যন্ত্রণাদায়ক ডায়ালিসিস শেষে কুনাল বাড়ি ফিরলেও, তার শরীর ও মনে রয়ে গিয়েছে গভীর ক্ষত।
ছিন্দওয়ারা জেলার জাতাছাপর গ্রামের বাসিন্দা কুনাল। গত ২৪ আগস্ট সামান্য জ্বর হওয়ায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ‘কোল্ডরিফ’ (Coldrif) নামক একটি কাশির সিরাপ দেওয়া হয়েছিল। কিন্তু ওষুধ খাওয়ার পরেই কুনালের দুটি কিডনি অকেজো হতে শুরু করে। নাগপুরের এইমস-সহ একাধিক হাসপাতালে দেড় মাস টানা ডায়ালিসিস চলে তার। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও হার মানেনি কুনাল। ১১৫ দিন পর সে বাড়ি ফিরেছে ঠিকই, কিন্তু বিষাক্ত টক্সিন তার চোখের জল শুকিয়ে দিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, শিশুটি হয়তো চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে। নিউরোলজিক্যাল সমস্যার কারণে সে এখন হাঁটতেও পারছে না।
কুনালের বাবা টিক্কু যাদুবংশী চোখের জল মুছে বলেন, “প্রতিদিন মনে হতো ওকে হারিয়ে ফেলব। ও যে ফিরেছে, এটাই আমাদের কাছে শ্রেষ্ঠ উপহার। আমরা বিশ্বাস করি ও একদিন আবার সব দেখতে পাবে।” কিন্তু প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। যে সিরাপে ২৪টি শিশুর প্রাণ গেল, সেই মরণ-বিষ কীভাবে বাজারে এল? তদন্ত চললেও স্বজনহারা পরিবারগুলোর হাহাকার থামছে না।