১৭ বছর পর ফিরলেন তারেক রহমান! উত্তাল বাংলাদেশে ‘মাস্টারপ্ল্যান’ ফাঁস করলেন খালেদা-পুত্র

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। কিন্তু ভোটের আগেই হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা। ছাত্র নেতা ওসমান হাদির খুনের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগ। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরলেন বিএনপি (BNP) নেত্রী খালেদা জিয়ার ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে ফিরেই এক আবেগঘন ও বিস্ফোরক বার্তায় তারেক রহমান বলেন, “আপনাদের সামনে বলতে চাই, I have a plan।” তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের মানুষ আজ তাঁদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়। যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার চায়। দেশবাসীর উদ্দেশে তাঁর আহ্বান, “প্রিয় ভাইবোনেরা, আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।”
তারেক রহমানের বক্তব্যে এদিন সম্প্রীতির সুরও ধরা পড়েছে। তিনি বলেন, “এই দেশে মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান—সব ধর্মের মানুষ আছেন। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যার স্বপ্ন একজন মা দেখেন। যেখানে নারী, পুরুষ বা শিশু ঘর থেকে বেরোলে নিরাপদে ফিরতে পারবে।” দেশের তরুণ প্রজন্ম, নারী এবং প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। ১৯৭১-এর শহিদদের আত্মত্যাগ এবং বিগত ১৫ বছরের ‘স্বৈরাচারী’ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। ২০২৪-এর আন্দোলনকেও তিনি গণতন্ত্রের মাইলফলক হিসেবে চিহ্নিত করেন।