“২০০০ কোটির মহাগরমিল!”-নামী বেসরকারি ব্যাঙ্কের বিরুদ্ধে ময়দানে নামল কেন্দ্রীয় সংস্থা

ভারতের কর্পোরেট জগতে বড়সড় কম্পন। প্রায় ২০০০ কোটি টাকার আর্থিক গরমিলের অভিযোগে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)-এর বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা SFIO (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)। হিসেবে বড়সড় অসঙ্গতি মেলায় বুধবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীয় নোটিশ ধরানো হয়েছে।
ঠিক কী ঘটেছে? ব্যাঙ্ক সূত্রে খবর, ২০১৩ সালের কোম্পানি অ্যাক্টের অধীনে ২১২ নম্বর সেকশন অনুযায়ী এই তদন্ত শুরু হয়েছে। মূলত ইন্টারনাল ডেরিভেটিভ ট্রেড এবং মাইক্রো ফিনান্সের সুদের হিসেবে ব্যাপক তফাত লক্ষ্য করা গিয়েছে। গত সপ্তাহেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে, তাদের অভ্যন্তরীণ হিসেবে এমন কিছু তথ্যের হদিস পাওয়া গিয়েছে যার কোনও বৈধ ভিত্তি বা প্রমাণ নেই। কয়েক মাস আগেই এই সংক্রান্ত নথি SFIO-র কাছে জমা দেওয়া হয়েছিল, যার ভিত্তিতেই এবার পুরোদমে তদন্তে নামল সংস্থাটি।
বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ: এই খবর চাউর হতেই শেয়ার বাজারে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টকের দামে বড়সড় ধস নেমেছে। ২০০০ কোটির এই গরমিল ব্যাঙ্কের অভ্যন্তরীণ প্রশাসনের কড়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই বিপুল পরিমাণ টাকার হিসেবে গরমিল হওয়ার কারণে চলতি অর্থবর্ষে ব্যাঙ্কের সামগ্রিক কাজ এবং আয়ের ক্ষেত্রে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা করা হচ্ছে।