ডিজিটাল টোকেন ও সিসিটিভি-র নজরদারি! দুর্নীতির পথ বন্ধ করে গরিবদের জন্য সস্তায় খাবারের ব্যবস্থা দিল্লির।

দিল্লিতে এবার আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যাবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী জুড়ে ‘অটল ক্যান্টিন’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই প্রকল্পের মাধ্যমে দিল্লির দরিদ্র এবং শ্রমিক শ্রেণি মাত্র ৫ টাকার বিনিময়ে পুষ্টিকর এবং সসম্মানে পেটভর্তি খাবার পাবেন।

একনজরে ক্যান্টিন ও মেনু: মুখ্যমন্ত্রী আজ মোট ১০০টি কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ৪৫টি ক্যান্টিনের (আরকে পুরম, শালিমার বাগ, রাজৌরি গার্ডেন, নরেলা, বাওয়ানা ইত্যাদি এলাকা) উদ্বোধন করেছেন। বাকি ৫৫টি ক্যান্টিনও আগামী কয়েক দিনের মধ্যে চালু হয়ে যাবে।

  • থালিতে যা থাকছে: ডাল, ভাত, রুটি, একটি মরসুমি সবজি এবং আচার।

  • সময়সূচী: দুপুরের খাবার মিলবে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। রাতের খাবার পাওয়া যাবে সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত।

স্বচ্ছতায় জোর ও ডিজিটাল ব্যবস্থা: এই প্রকল্পে দুর্নীতি রুখতে এবং ভিড় সামলাতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। ম্যানুয়াল কুপনের বদলে থাকছে ডিজিটাল টোকেন সিস্টেম। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার রিয়েল-টাইম মনিটরিং করবে ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (DUSIB)।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “অটল ক্যান্টিন দিল্লির আত্মা হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হলো শহরের নিম্নবিত্ত মানুষ যেন মর্যাদার সঙ্গে দু-বেলা দু-মুঠো খেতে পারেন।”