হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ঘিরে রণক্ষেত্র নভি মুম্বাই, ছত্তিশগড়ে বন্‌ধের প্রভাব; বড়দিনে বিচিত্র সব ঘটনার কোলাজ।

আজ ২৫শে ডিসেম্বর, বিশ্বজুড়ে বড়দিনের আমেজ থাকলেও ভারতের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল এক ভিন্ন ছবি। কোথাও ধর্মীয় ঐতিহ্যের দোহাই দিয়ে উৎসবের বিরোধিতা করা হলো, আবার কোথাও সামান্য স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে চলল মারধর।

দিল্লি ও হরিয়ানা: দিল্লির সাকেতে ‘ইয়ুথ স্ট্যান্ডস ফর সোসাইটি’র উদ্যোগে তুলসী পূজার আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে হিন্দুরা নিজেদের ঐতিহ্য ভুলছে। বড়দিনের বদলে হিন্দুদের তুলসী পূজায় মন দেওয়া উচিত। এদিকে, প্রতিবাদের মুখে গুরুগ্রামে একটি বড়দিনের পার্টি বাতিল করা হয়েছে এবং হিসারে গির্জার সামনে হনুমান চালিশা পাঠের জেদ ধরে বিক্ষোভ দেখিয়েছে হিন্দু সংগঠনগুলি।

ছত্তিশগড় ও মহারাষ্ট্র: ছত্তিশগড়ের কাঁকের জেলায় ধর্মান্তরের অভিযোগে বনধের ডাক দেওয়া হয়, যার জেরে রায়পুর সহ একাধিক জায়গায় দোকানপাট বন্ধ ছিল। রায়পুরের একটি মলে ঢুকে ক্রিসমাসের সাজসজ্জা ভাঙচুরের অভিযোগ উঠেছে অসামাজিকদের বিরুদ্ধে। অন্যদিকে, নভি মুম্বাইয়ে অর্জুন সিং নামে এক যুবককে দোকানে ঢুকে মারধর করা হয়। তাঁর অপরাধ ছিল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ‘মেরি ক্রিসমাস’ না জানানোর অনুরোধ করা।

উত্তরপ্রদেশ ও কেরালা: বরেলিতে একটি গির্জার সামনে বজরং দলের সদস্যরা হনুমান চালিশা পাঠ করে বিক্ষোভ দেখায়। কেরালাতেও চিত্রটা খুব একটা সুখকর ছিল না। আলাপ্পুঝায় দুটি ভিন্ন ক্যারল গায়কের দলের মধ্যে তুচ্ছ বিবাদ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।