“আমার মেয়ের এক রাতের রেট কত?” কুৎসিত আক্রমণের মুখে মেজাজ হারালেন শ্রীময়ী, ট্রোলারদের দিলেন যোগ্য জবাব!

টলিউডের অন্যতম চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের দিন থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত—প্রতিটি পদক্ষেপেই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁদের। বিশেষ করে তাঁদের বয়সের ব্যবধান নিয়ে নেটপাড়ার একাংশ বরাবরই কড়া সমালোচনা করে এসেছে। তবে এবার আক্রমণের লক্ষ্য যখন দম্পতির একরত্তি মেয়ে কৃষভি, তখন আর চুপ থাকতে পারলেন না মা শ্রীময়ী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রোলারদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন তিনি।
কাঞ্চন-কন্যা কৃষভি দেখতে ঠিক তাঁর বাবার মতো। আর এই নিয়েই নেটমাধ্যমে শুরু হয়েছে কদর্য ট্রোলিং। মেয়ের চেহারার তুলনা টেনে শ্রীময়ী চাঁচাছোলা ভাষায় বলেন, “বাবা-মায়ের সহবাসের ফলেই কৃষভি এসেছে। তাই ওর মধ্যে বাবা-মায়ের রক্ত এবং বহিঃপ্রকাশ থাকাই স্বাভাবিক। আপনি হয়তো বাবার মতো না হয়ে পাশের পাড়ার পচাকাকুর মতো হয়েছেন, সেটা আপনার বাবা-মায়ের সমস্যা। আমার মেয়ে অন্তত আপনার মতো জন্তু হয়নি।”
তবে ট্রোলিংয়ের মাত্রা সব সীমা ছাড়িয়ে যায় যখন এক বছরের খুদেকে নিয়ে ‘এক রাতের রেট’ সংক্রান্ত অশ্লীল মন্তব্য করা হয়। এই বিষয়ে শ্রীময়ী গর্জে উঠে বলেন, “আমার মেয়ের এক রাতের রেট বোঝার ক্ষমতাই হয়নি। ওর বাবা-মা বেঁচে আছে, ওর রোজগার করার দরকার নেই। যে এই কথা বলছেন, বরং তিনি তাঁর মা, স্ত্রী ও সন্তানের রেটগুলো লিখে পাঠান। আপনারা তাঁদের যেখানে পাঠিয়েছেন, সেই রেটগুলো আমাকে জানান।”
শ্রীময়ী স্পষ্ট জানান, তিনি চাইলে পুলিশে এফআইআর বা চাইল্ড কমিশনে যেতে পারতেন। কিন্তু আদালতের চক্করে মেয়ের নাম জড়াতে চান না বলেই তিনি নিজে হাতেই ট্রোলারদের ‘বিচুটি পাতার’ মতো জবাব দিচ্ছেন। কাঞ্চন এসব কমেন্ট না পড়লেও শ্রীময়ী সময় পেলেই কড়া ভাষায় আক্রমণকারীদের মানসিক সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে তাঁদের সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দেন।