দেবই কি তবে সিরিয়ালের নায়িকাদের ‘গডফাদার’? ইধিকা-সৌমিতৃষার পর এবার পালা কোন নায়িকার?

টলিউড সুপারস্টার দেব শুধু নিজের অভিনয় বা প্রযোজনা দিয়েই নয়, ইন্ডাস্ট্রিতে এক নতুন ধারার সূচনা করে বারবার খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বড়পর্দায় সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে দেব এখন অনন্য ‘মসিহা’। সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল এবং শ্বেতা ভট্টাচার্যের পর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক জনপ্রিয় নাম—‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিক।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, মেগা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ার পর অঙ্কিতা বড়পর্দায় পা রাখবেন। এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। দেবের আপকামিং প্রজেক্ট ‘অ্যাম্বুলেন্স দাদা’-তে কেন্দ্রীয় মহিলা চরিত্রে দেখা যাবে অঙ্কিতাকে। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই দেবের বিপরীতে টলিউডে অভিষেক ঘটতে চলেছে তাঁর। পাশাপাশি মহুয়া রায়চৌধুরীর বায়োপিকেও মুখ্য চরিত্রে নাম জড়িয়েছে অঙ্কিতার, যা তাঁর কেরিয়ারের জন্য এক বিশাল মাইলফলক।

কে এই ‘অ্যাম্বুলেন্স দাদা’? দেবের এই নতুন ছবিটি আসলে একটি বাস্তবধর্মী বায়োপিক। জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রামের বাসিন্দা করিমুল হকের জীবনসংগ্রাম ফুটে উঠবে এই সিনেমায়। একসময় অ্যাম্বুলেন্সের অভাবে নিজের মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি করিমুল, চোখের সামনে হারিয়েছিলেন প্রিয়জনকে। সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি নিজের বাইকটিকেই বানিয়ে ফেলেন আস্ত এক ‘অ্যাম্বুলেন্স’। আজ তিনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়ে এলাকায় ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। তাঁর এই নিঃস্বার্থ সেবাকে সম্মান জানিয়ে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

যদিও দেবের পক্ষ থেকে এখনও এই ছবি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রির অন্দরে খবরটি এখন ‘ওপেন সিক্রেট’। একদিকে পদ্মশ্রী করিমুল হকের অনুপ্রেরণামূলক কাহিনী, আর অন্যদিকে দেব-অঙ্কিতার ফ্রেশ জুটি—সব মিলিয়ে নতুন বছর শুরুর আগেই টলিপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে।