নিজের জালে নিজেই ফাঁসল পাকিস্তান! ভারতের প্রত্যাঘাত নিয়ে ফজলুর রেহমানের বিস্ফোরক মন্তব্য তোলপাড় ইসলামাবাদ।

পাকিস্তানের দ্বিমুখী নীতি এবার ফাঁস করলেন খোদ দেশেরই প্রভাবশালী নেতা। জমিয়ত উলেমা-ই-ইসলাম-এফ (JUI-F) প্রধান মাওলানা ফজলুর রেহমান করাচির এক সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর সাফ কথা—পাকিস্তান যদি আফগানিস্তানে ঢুকে হামলা চালানোকে ‘ন্যায়সংগত’ বলে দাবি করে, তবে ভারতের ‘অপারেশন সিন্দুর’ বা পাকিস্তানের মাটিতে ভারতের সন্ত্রাসবিরোধী অভিযানকেও ভুল বলার কোনো নৈতিক অধিকার ইসলামাবাদের নেই।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে লস্কর-ই-তৈয়বার নৃশংস হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর বদলা নিতে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল। ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) ৯টি জঙ্গি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় বাহাওয়ালপুর ও মুরিদকের লস্কর ও জইশ-ই-মহম্মদের ঘাঁটিগুলো। রেহমান বলেন, “আপনারা যদি বলেন আফগানিস্তানে ঢুকে শত্রুকে মারা জায়েজ, তবে ভারতও বলবে বাহাওয়ালপুর বা মুরিদকেতে লস্করের সদর দপ্তরে হামলা চালানো সঠিক। তখন আপনারা আপত্তি জানাবেন কোন মুখে?”
মৌলানা ফজলুর রেহমান, যিনি তালিবান সুপ্রিমো হাইবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের প্রতি পাকিস্তান সরকারের নীতির সমালোচনা করে আসছেন। তাঁর মতে, ইসলামাবাদ একদিকে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলছে, আবার অন্যদিকে প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে—যা ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইককেই আন্তর্জাতিক মঞ্চে বৈধতা দিচ্ছে। পাকিস্তানের এই হঠকারী নীতি যে আদতে ভারতের হাতকেই শক্ত করছে, সেই চরম সত্যই এবার প্রকাশ্যে আনলেন এই দুঁদে রাজনীতিবিদ।