আয়ের উৎস কী? আবাসন সচিবের বাড়িতে ৫০ জন অফিসারের ম্যারাথন তল্লাশিতে উদ্ধার ৩৭ একর জমি!

কর্ণাটকের রাজনীতিতে তোলপাড়! রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জমির আহমেদের ব্যক্তিগত সচিব (PS) সরদার সরফরাজ খানের বাড়িতে হানা দিল লোকায়ুক্ত। আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির অভিযোগে বুধবার ভোরবেলা সরফরাজ খানের ১৩টি ডেরায় একযোগে তল্লাশি চালান ৫০ জনেরও বেশি লোকায়ুক্ত কর্মকর্তা। আর এই অভিযানে যা উদ্ধার হয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।
তদন্তে এখনও পর্যন্ত মোট ১৪.৩৮ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে রয়েছে ৮.৪৪ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি এবং ৩৭ একর কৃষি জমির নথি। এছাড়া তল্লাশিতে নগদ ৬৬,৫০০ টাকা, ২.৯৯ লক্ষ টাকার সোনার গয়না, ১.৬৪ কোটি টাকার গাড়ি এবং ১.২৯ কোটি টাকার ব্যাংক আমানত উদ্ধার করা হয়েছে। সরফরাজ খান বর্তমানে আবাসন ও সংখ্যালঘু কল্যাণ বিভাগে সচিব হিসেবে ডেপুটেশনে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, মন্ত্রী জমির আহমেদ কর্ণাটকের প্রভাবশালী নেতা এবং প্রাক্তন হজ ও ওয়াকফ মন্ত্রী। ২০১৮ সালে জেডি(এস) ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এই মন্ত্রীর ঘনিষ্ঠ সচিবের বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তির এই মামলা এখন সরকারের অস্বস্তি বাড়িয়ে দিল। আপাতত সরফরাজ খানকে কড়া জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে।