ভোটার কার্ড সংশোধনে কড়া কমিশন! ৫ দিনের ডেডলাইন, BLO-দের জন্য জারি হলো নতুন ফতোয়া!

ভোটার তালিকা সংশোধন বা ‘সামারি রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় গতি আনতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটারদের নথি যাচাইয়ের জন্য বিভিন্ন সরকারি দফতরকে মাত্র ৫ দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে নথি যাচাই নিয়ে বারবার প্রশ্ন ওঠার পর, বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির আবহে কমিশনের এই কড়া নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভোটারদের জমা দেওয়া নথি বিএলও-রা (BLO) সরাসরি তাঁদের নির্দিষ্ট অ্যাপে আপলোড করবেন। এরপর সেই নথিগুলি জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা জেলাশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি দফতরে পাঠানো হবে। নথি আপলোডের ঠিক ৫ দিনের মধ্যে ওই দফতরকে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি দেখা যায় কোনও ভোটারের নথি অন্য জেলার, তবে সেই জেলার জেলাশাসক তা যাচাই করবেন। এমনকি ভিন রাজ্যের নথি হলেও রক্ষা নেই; সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে সেই নথি পাঠিয়ে স্ক্রুটিনি করা হবে।
ওয়াকিবহাল মহলের মতে, নাম বা বয়সজনিত ভুলত্রুটি নিয়ে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সিইও দফতরে যে অভিযোগ জানানো হয়েছিল, তার ভিত্তিতেই এই সংশোধন প্রক্রিয়াকে নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন। উত্তর ২৪ পরগনার নথির সঙ্গে যদি পূর্ব মেদিনীপুরের কোনও যোগসূত্র পাওয়া যায়, তবে সেটি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হবে। সময়ের অপচয় রুখতে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ৫ দিনের বেশি সময় কোনোভাবেই দেওয়া হবে না। এখন দেখার, এই কঠোর সময়সীমার মধ্যে নথি যাচাইয়ের কাজ কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।