ঘরশত্রু বিভীষণ! শাশুড়িকে সরিয়ে দিতে হাত মেলাল পুত্রবধূ ও জামাই, পুলিশি জেরায় বেরোল হাড়হিম করা তথ্য।

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার রেহাদ থানার হাসানপুর গ্রামে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। নিজের শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন পুত্রবধূ জয়নব এবং তাঁর জামাই (শাশুড়ির মেয়ের স্বামী) মেহের আলী। পুলিশি তদন্তে উঠে এসেছে পরকীয়া সম্পর্কের এক কুৎসিত রূপ। অভিযোগ, পুত্রবধূ ও জামাইয়ের মধ্যে চলা অবৈধ সম্পর্ক দেখে ফেলাই কাল হলো হতভাগ্য শাশুড়ি শামিমা ওরফে সুফিয়ার।
ঘটনাটি ঘটে গত ১৮ই ডিসেম্বর রাতে। শামিমার ছেলে শাহনওয়াজ কর্মসূত্রে বাইরে থাকতেন, সেই সুযোগে তাঁর স্ত্রী জয়নবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেহের আলী। ঘটনার রাতে মেহের মাছ নিয়ে জয়নবের ঘরে আসে এবং রাতে সেখানেই থেকে যায়। রাত ১টা নাগাদ শাশুড়ি শামিমা জানালা দিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি সকালেই ছেলেকে সব জানিয়ে দেবেন বলে হুমকি দিয়ে নিজের ঘরে চলে যান।
পরিবারের কাছে নিজেদের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে জয়নব ও মেহের আলী সেই রাতেই শামিমা ওরফে সুফিয়াকে হত্যার পরিকল্পনা করে। গভীর রাতে জয়নব শাশুড়ির নাক চেপে ধরেন এবং মেহের শ্বাসরোধ করে তাঁকে খুন করেন। সকালে জয়নব কান্না জুড়ে দিয়ে নাটক করেন যে, তাঁর শাশুড়ি ঘুমের মধ্যেই স্বাভাবিকভাবে মারা গেছেন। কিন্তু শামিমার ভাই নিসারের সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে জয়নব ও মেহেরের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। কড়া জিজ্ঞাসাবাদের মুখে দুজনেই নিজেদের অপরাধ কবুল করেছে। পুলিশ ঘাতক পুত্রবধূ ও জামাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।