সোনার চেন নিয়ে চম্পট ‘ব্যাঙ্ক ম্যানেজার’ প্রেমিক! পাটনার এই ঘটনা শুনলে ম্যাট্রিমোনিয়াল সাইটে যাওয়ার আগে ১০০ বার ভাববেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সর্বস্ব লুটে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল বিহারের রাজধানী পাটনায়। নামী ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ, নিজেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন এবং শেষমেশ দিনের আলোয় প্রেমিকার গলার হার ছিনতাই—পুরো ঘটনাটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। পাটনার গান্ধী ময়দান থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত তরুণী।

ঘটনার সূত্রপাত পাটনার গর্দানিবাগ এলাকায়। সেখানকার বাসিন্দা এক তরুণী বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে জীবনসঙ্গী খুঁজছিলেন। সেখানেই তাঁর আলাপ হয় এক যুবকের সঙ্গে, যে নিজেকে পাটনারই বাসিন্দা এবং এসবিআই-এর শাখা ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে যুবকটি ওই তরুণীকে জাল বেতন স্লিপও (Salary Slip) পাঠিয়েছিল। দিনের পর দিন ফোনে কথোপকথন চলায় তরুণীর মনে কোনো সন্দেহের অবকাশ ছিল না।

সম্পর্ক এগোলে দুজনে দেখা করার সিদ্ধান্ত নেন এবং সাক্ষাতের স্থান হিসেবে বেছে নেওয়া হয় ঐতিহাসিক গান্ধী ময়দানকে। নির্ধারিত সময়ে তরুণী সেখানে পৌঁছালে কিছুক্ষণ পর সেই যুবকও আসে। দুজনে একটি বেঞ্চে বসে ভবিষ্যতের গল্প শুরু করেন। কিন্তু সেই রোমান্টিক আলাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুহূর্তের সুযোগ বুঝে যুবকটি তরুণীর গলা থেকে সোনার চেইন ও লকেট ছিনিয়ে নিয়ে নিজের স্কুটারে করে চম্পট দেয়।

হঠাৎ এই ঘটনায় হতবাক তরুণী চিৎকার শুরু করলেও ভিড়ের সুযোগ নিয়ে ততক্ষণে পালিয়ে যায় সেই ‘ছদ্মবেশী’ প্রেমিক। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এরপর তরুণী তাকে ফোন করলে ওই যুবক ফোনে অকথ্য ভাষায় গালিগালাজও করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গান্ধী ময়দান ও তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনা ডিজিটাল প্ল্যাটফর্মে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে বড়সড় নিরাপত্তার প্রশ্ন তুলে দিল।