প্রাথমিক স্কুলেও কমল গরমের ছুটি, তবে এতটা কম কেন? ক্ষুব্ধ শিক্ষক মহল

মাধ্যমিকের পর এবার প্রাথমিক স্কুলেও কোপ পড়ল গরমের ছুটিতে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছর রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত প্রাথমিক স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি থাকছে মাত্র ৬ দিন— ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত।
সম্প্রতি উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতেও গরমের ছুটি কমিয়ে ৬ দিন করার কথা ঘোষণা করা হয়েছিল। এবার একই পথে হাঁটল পর্ষদ। সাধারণত, রাজ্যে তাপপ্রবাহ চললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরিস্থিতি বুঝে আগাম ছুটির ঘোষণা করে থাকেন। গত কয়েক বছরে দেখা গিয়েছে, প্রচণ্ড গরমের কারণে দেড় মাস পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হয়েছে। শিক্ষক মহলের একাংশের ধারণা, তাপপ্রবাহের কারণে ভবিষ্যতে যদি হঠাৎ স্কুল বন্ধ করতে হয়, তবে যেন সিলেবাস শেষ করতে সমস্যা না হয়, তাই আগেভাগেই ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি কমিয়ে রাখা হয়েছে।
তবে গরমের ছুটিতে কাটছাঁট করা হলেও, পুজোর ছুটিতে ঢালাও ছাড় দেওয়া হয়েছে খুদে পড়ুয়াদের। পর্ষদের তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পুজোর ছুটি টানা ২৫ দিনই থাকছে। সব মিলিয়ে মোট ছুটির সংখ্যায় কিছুটা রদবদল ঘটানো হয়েছে, যা নিয়ে শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।