স্ক্র্যাপ হয়ে যাওয়া ছবি থেকেই শুরু প্রেম! প্রযোজক নিসপালের সঙ্গে কোয়েলের সিক্রেট লাভ স্টোরি ফাঁস

টলিউডের ‘কুইন’ কোয়েল মল্লিক। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। আজ তাঁদের সুখের সংসারে দুই সন্তান—সাড়ে পাঁচ বছরের কবীর আর এক বছরের একরত্তি কাব্যা। কিন্তু পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর বাস্তব জীবনের প্রেমকাহিনি কোনো সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়।
শোনা যায়, কোয়েল ও নিসপালের প্রথম মোলাকাত হয়েছিল ১৯৯৯ সালে। তখন নিসপাল রঞ্জিত মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তবে সেই আলাপ প্রেমে বদলেছিল অনেকটা পরে। ২০০৫ সালে ‘আই লভ ইউ’ নামে একটি ছবির প্রস্তাব নিয়ে কোয়েলের কাছে যান নিসপাল। সেই ছবিটি কোনোদিনও রূপোলি পর্দায় আলোর মুখ দেখেনি ঠিকই, কিন্তু বাস্তবে কোয়েল-নিসপালের হৃদয়ে প্রেমের রঙ লাগিয়ে দিয়েছিল। দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
তবে নিসপালের আগে কোয়েলের জীবনে বড় অধ্যায় জুড়ে ছিল অভিনেতা জিতের নাম। টলিউডের এই ‘হিট’ জুটির প্রেম নিয়ে একসময় চর্চা ছিল তুঙ্গে। শোনা যায়, ‘নাটের গুরু’ ছবির শুটিং চলাকালীনই কোয়েলকে মনের কথা জানিয়েছিলেন জিৎ। তবে সেই সময় অভিনেত্রী রাজি হননি। পরবর্তীকালে ‘সাত পাকে বাঁধা’ ছবির সময় নাকি কোয়েলও জিতের প্রেমে পড়েন। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, অবাঙালি পাত্র জিতের সঙ্গে মেয়ের বিয়েতে মত ছিল না রঞ্জিত মল্লিকের। বাবার অমতে গিয়ে সম্পর্কে জড়াতে চাননি কোয়েল, তাই নীরবেই ইতি টেনেছিলেন সেই অধ্যায়ে। জিতের বিয়ের আসরেও হাসিমুখে উপস্থিত থেকে সেই বিতর্ক উড়িয়ে দিয়েছিলেন কোয়েল।
বর্তমানে নিজের কেরিয়ার ও সংসার দুইই সমান তালে সামলাচ্ছেন কোয়েল। ২০২৫ সালটি অভিনেত্রীর জন্য বেশ পয়মন্ত। ভাইফোঁটার সময় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘স্বার্থপর’। আর এখন বড়দিনের মরসুমে প্রেক্ষাগৃহে এসেছে ‘এক খুনীর সন্ধানে মিতিন মাসি’। মহিলা গোয়েন্দা হিসেবে এটি কোয়েলের তৃতীয় সিনেমা। তবে বক্স অফিসে কোয়েলকে কড়া টক্কর দিতে ময়দানে রয়েছে দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। মিতিন মাসি কি পারবে এই মেগা লড়াইয়ে টেক্কা দিতে? এখন সেটাই দেখার।