অফিসের বারান্দা থেকে বাইনোকুলার, কেউ বা মগডালে! ‘কিং’ কোহলির ব্যাটিং দেখতে এ কেমন উন্মাদনা?

ক্রিকেট মহলে প্রবাদ আছে, ‘বিরাট কোহলি ইজ নট জাস্ট আ প্লেয়ার, হি ইজ আ ইমোশন।’ সেই আবেগের জোয়ারে আবারও ভেসে গেল বেঙ্গালুরু। দীর্ঘ ১৫ বছর পর দেশের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামলেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এই প্রত্যাবর্তন ম্যাচে তিনি শুধু খেললেনই না, ১০১ বলে ১৩১ রানের এক অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি সেরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিরাটের এই ঐতিহাসিক ইনিংস সরাসরি দেখার কোনো সুযোগ ছিল না টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে।
বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে (CoE) আয়োজিত এই ম্যাচে ছিল না কোনো সরাসরি সম্প্রচার। এমনকি সাধারণ দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রেও ছিল কড়া বিধিনিষেধ। কিন্তু বিরাট যেখানে, উন্মাদনা সেখানে পাহাড়প্রমাণ। প্রিয় তারকার ব্যাটিং দেখতে ভক্তরা যা করলেন, তা দেখে চোখ কপালে উঠেছে খোদ পুলিশ প্রশাসনেরও। মাঠের বাইরে সারিবদ্ধ উঁচু উঁচু গাছের মগডালে চড়ে বসলেন শয়ে শয়ে তরুণ। জীবনের ঝুঁকি নিয়েও গাছের উপর থেকে বিরাটের কভার ড্রাইভ উপভোগ করলেন তারা।</
A fan watching Virat Kohli playing from top of the tree during VHT match.
– The Craze of Virat Kohli is unreal 🐐🔥 pic.twitter.com/qw34M2Rrzc
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) December 25, 2025
p>
শুধু তাই নয়, সিওই-এর পাশে থাকা অফিস বিল্ডিংগুলোর বারান্দা যেন গ্যালারিতে পরিণত হয়েছিল। কাজ ফেলে অফিসের কর্মীরা বারান্দায় দাঁড়িয়ে দূরবীন দিয়ে বা মোবাইলের জুম বাড়িয়ে কোহলির ব্যাটিংয়ের ঝলক ফ্রেমবন্দি করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তদের এই অদ্ভুত ভালোবাসা ও মরিয়া চেষ্টা ক্রিকেটের প্রতি ভারতের উন্মাদনার এক অন্য রূপ তুলে ধরেছে। দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সেঞ্চুরিটি ভক্তরা মিস করতে চাননি কোনোভাবেই। আগামী ম্যাচেও কোহলি একই মাঠে নামবেন, তাই আবারও এই ‘গাছে চড়া’ দৃশ্যের পুনরাবৃত্তি হবে কিনা, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে।