‘দূষণ-রোধে ব্যর্থ, GST তো কমান’, ধমক দিয়ে যে বার্তা দিলো দিল্লি হাইকোর্ট

দিল্লির শ্বাসরোধকারী দূষণ নিয়ে এবার রণংদেহি মেজাজে দিল্লি হাইকোর্ট। বাতাসের মান এতটাই ভয়াবহ যে, প্রাণ বাঁচাতে ব্যবহৃত এয়ার পিউরিফায়ারের উপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল আদালত। প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষাররাও গেডেলার ডিভিশন বেঞ্চের সাফ বার্তা— “যখন দূষণমুক্ত বাতাস দিতে পারছেন না, তখন অন্তত পিউরিফায়ারের দাম কমিয়ে দিল্লিবাসীকে স্বস্তি দিন!”

আদালতে একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতিরা বলেন, বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া মানুষের মৌলিক অধিকার। বর্তমান পরিস্থিতিতে এয়ার পিউরিফায়ার কোনো বিলাসপণ্য নয়, বরং জরুরি চিকিৎসা সরঞ্জাম। প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা দিনে ২১ হাজার বার শ্বাস নিই। ভাবতে পারছেন এই বিষাক্ত বাতাস আমাদের শরীরের কী ক্ষতি করছে?” আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, অন্তত আগামী ১৫ দিনের জন্য হলেও যেন জিএসটি ৫ শতাংশে নামিয়ে আনা হয়। কেন্দ্র কেন এই সিদ্ধান্ত নিতে পারবে না, তার ব্যাখ্যা বুধবারের মধ্যেই তলব করেছে হাইকোর্ট।

এদিকে দিল্লির দূষণ নিয়ে খোদ মোদী মন্ত্রিসভার সদস্য নিতিন গডকরিও সরব হয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে দিল্লির ৪০ শতাংশ দূষণই যানবাহনের কারণে। গডকরি আক্ষেপের সুরে বলেন, “দিল্লিতে দু’দিন থাকলেই আমার গলায় সংক্রমণ হয়।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি আম আদমি পার্টি (AAP)। আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, গডকরি সত্য কথা বলে প্রমাণ করে দিলেন যে দিল্লির মানুষ দূষণে অসুস্থ হয়ে পড়েছেন।