সীমান্তে রণক্ষেত্র! পাকিস্তান সেনাবাহিনী ও টিটিপি জঙ্গিদের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়ছে লাশের সংখ্যা?

পাকিস্তানের অশান্ত উত্তর ওয়াজিরিস্তানে ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘাত। বৃহস্পতিবার মিরানালি এলাকায় পাকিস্তান সেনাবাহিনী এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলছে, যার ফলে পুরো এলাকা এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

বিগত কয়েক মাস ধরেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই অঞ্চলে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল থেকেই মিরানালির দুর্গম পাহাড়ি এলাকায় টিটিপি জঙ্গিদের ডেরা লক্ষ্য করে অভিযান শুরু করে পাক বাহিনী। পালটা প্রতিরোধ গড়ে তোলে জঙ্গিরাও। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গর্জনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এই এনকাউন্টারে দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও পাক সেনার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by HappyTears_VR (@happytears_vr)

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এই অঞ্চলগুলোতে টিটিপির প্রভাব বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আজকের এই ‘ম্যাসিভ এনকাউন্টার’ সেই সংঘাতেরই এক চরম বহিঃপ্রকাশ। এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসন ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।