DA রায় কবে! অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা, আশায় বাঁধছে বুক

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে দীর্ঘ আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত থাকায় রাজ্যের কয়েক লক্ষ বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হওয়ার পর প্রায় তিন মাস কেটে গেলেও, এখনও মেলেনি চূড়ান্ত নির্দেশ। ২০২৫ সাল শেষ হতে চললেও ডিএ ভাগ্য ঝুলে থাকায় এখন নতুন বছরের শুরুর দিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন কর্মীরা।

মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর নেতা শ্যামল মিত্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনানির সময় যেভাবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছিলেন, তাতে তারা আশাবাদী ছিলেন দ্রুত রায় মিলবে। কিন্তু দীর্ঘসূত্রিতায় কর্মীরা হতাশ। আইনজ্ঞদের মতে, এই মামলার রায় কেবল পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং গোটা দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে। এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের করা ডিএ মামলার ক্ষেত্রেও এই রায় একটি ‘নজির’ বা রেফারেন্স হিসেবে কাজ করবে।

আদালত সব পক্ষের হলফনামা ও নথি ইতিমধ্যেই জমা নিয়েছে। এখন প্রশ্ন হলো, ২০২৬ সালের জানুয়ারিতে কি দীর্ঘ প্রতীক্ষিত এই জয় আসবে? রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ভাতা পাওয়ার স্বপ্ন কি নতুন বছরেই পূরণ হবে? এখন সেদিকেই নজর সব মহলের।