বাজবল এবার আইসিইউতে! অজিদের দাপট রুখতে রবি শাস্ত্রীর শরণাপন্ন হচ্ছে ইংল্যান্ড?

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ খড়কুটোর মতো উড়ে গিয়েছে ইংল্যান্ড। মাত্র ১১ দিনের মাথায় ৩-০ ব্যবধানে সিরিজ খুইয়ে এখন দেওয়ালে পিঠ ঠেকেছে ব্রিটিশদের। ব্রেন্ডন ম্যাককালামের বিখ্যাত ‘বাজবল’ কৌশল ক্যাঙ্গারু ব্রিগেডের সামনে মুখ থুবড়ে পড়তেই ইংল্যান্ড ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। এই পরিস্থিতিতে এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার। তাঁর মতে, ইংরেজদের এই হারের গ্লানি থেকে বাঁচাতে পারেন একমাত্র প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী।

মন্টি পানেসার মনে করেন, অস্ট্রেলিয়ার মানসিক ও কৌশলগত দুর্বলতা রবি শাস্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না। শাস্ত্রীর কোচিংয়েই ভারত ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে পরপর দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। পানেসার বলেন, “অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারানোর ব্লুপ্রিন্ট রবি শাস্ত্রীর পকেটে রয়েছে। ইংল্যান্ডের এই মুহূর্তে এমন একজন কোচ দরকার যিনি জানেন কীভাবে অজিদের চোখে চোখ রেখে লড়াই করতে হয়।”

অন্যদিকে, বক্সিং ডে টেস্টের আগে ইংল্যান্ড শিবিরে ব্যাপক রদবদল করা হয়েছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার, তাঁর জায়গায় এসেছেন গাস অ্যাটকিনসন। অলি পোপের পরিবর্তে সুযোগ পাচ্ছেন জ্যাকব বেথেল। কোচ ম্যাককালাম জানিয়েছেন, তিনি পদে থাকতে আগ্রহী হলেও তাঁর ভবিষ্যৎ এখন সম্পূর্ণ ইসিবি-র (ECB) হাতে। উল্লেখ্য, বিগত ১৮টি ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টও জিততে পারেনি ইংল্যান্ড। এখন দেখার, ব্রিটিশ বোর্ড পানেসারের এই ‘শাস্ত্রী দাওয়াই’ গুরুত্ব দিয়ে বিবেচনা করে কি না।