চায়ের কাপে এবার নিজের নাম! বহরমপুরের এই দোকানে উপচে পড়া ভিড়, কী এমন ম্যাজিক করছেন কৃষ্ণেন্দু?

বাঙালির আড্ডায় চা নেই, এ কথা ভাবাই যায় না। সকালের খবরের কাগজ থেকে বিকেলের জমাটি আড্ডা— চা-খোর বাঙালির কাছে এক কাপ গরম চা মানেই পরম তৃপ্তি। কিন্তু সেই চা যদি হয় একেবারেই অভিনব, তবে তো কথাই নেই! শীতের এই মরশুমে চা প্রেমীদের জন্য এক দারুণ ‘খনির’ সন্ধান পাওয়া গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে মাটির ভাঁড় নয়, বরং কলার পাতায় চা পরিবেশন করে তাক লাগিয়ে দিচ্ছেন এক ব্যবসায়ী। শুধু তাই নয়, আপনার চায়ের ওপর ফুটে উঠবে আপনারই পছন্দের নাম!

বহরমপুর ওয়াই এম এ (YMA) মাঠে নিজের এই অভিনব চায়ের স্টল বসিয়েছেন শহর নিবাসী কৃষ্ণেন্দু বাগ। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে শুরু করা এই দোকানে এখন সকাল-সন্ধ্যা তিল ধারণের জায়গা নেই। কৃষ্ণেন্দুর বিশেষত্ব হলো তাঁর চায়ের বৈচিত্র্য। সেখানে মিলছে হট মিল্ক সেফ কফি, চকলেট চা, কেশর চা থেকে শুরু করে ধোঁয়া ওঠা তন্দুরি চা। আর শীতের স্পেশাল আকর্ষণ হিসেবে রয়েছে জিভে জল আনা ‘নলেন গুড়ের চা’।

তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কৃষ্ণেন্দুর হাতের জাদুতে চায়ের ওপর নাম ফুটিয়ে তোলার কারিকুরি। গ্রাহকদের পছন্দমতো নাম বা বিশেষ কোনো শব্দ চায়ের ওপর শৈল্পিকভাবে লিখে দিচ্ছেন তিনি। যা দেখে যেমন মুগ্ধ হচ্ছেন চা-প্রেমীরা, তেমনই দেদার সেলফি আর রিল উঠছে এই স্টলে। কৃষ্ণেন্দু জানান, প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কাপের বেশি চা বিক্রি হচ্ছে। একদিকে যেমন এই অভিনবত্বের মাধ্যমে তিনি উপার্জনের পথ খুঁজে পেয়েছেন, তেমনই বহরমপুরের চা-খোরদের কাছে এই স্টলটি এখন অন্যতম সেরা ‘ঠেক’ হয়ে দাঁড়িয়েছে।