‘রহমান ডাকাইত’-এর পোশাকে তীব্র আপত্তি অক্ষয় খান্নার! ‘ধুরন্ধর’ ছবির নেপথ্যে কোন গোপন রহস্য?

৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ছবিতে ‘রহমান ডাকাইত’-এর চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় যেমন দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে, তেমনই চর্চায় উঠে এসেছে তাঁর রাজকীয় পোশাক ও স্টাইল। কিন্তু এই আইকনিক লুক তৈরি করা মোটেও সহজ ছিল না। সিনেমার কস্টিউম ডিজাইনার স্মৃতি চৌহান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, শুরুতে এই চরিত্রের জন্য নির্ধারিত পোশাক নিয়ে অক্ষয় খান্না একেবারেই খুশি ছিলেন না এবং সরাসরি কাজ করতে অস্বীকার করেছিলেন।

স্মৃতি চৌহান জানান, রহমান ডাকাইতের জন্য প্রথমে যে ধরণের পোশাকের পরিকল্পনা করা হয়েছিল, তা দেখে অক্ষয় সাফ বলে দেন, “আমি নিশ্চিত নই যে আমাদের এই পথে হাঁটা উচিত কি না।” অভিনেতা মনে করেছিলেন, চরিত্রের গভীরতা এবং তাঁর জীবনের প্রেক্ষাপটের সঙ্গে সেই পোশাকগুলো মোটেও মানানসই হচ্ছে না। অক্ষয় চেয়েছিলেন, রহমান ডাকাইত চরিত্রটি যে রাস্তা থেকে উঠে এসে রাজনীতিতে যোগ দিয়েছে, সেই বিবর্তন যেন তাঁর পোশাকেও ফুটে ওঠে।

অক্ষয়ের পরামর্শ মেনেই লিনেন কুর্তা ও ডেনিম জিন্স দিয়ে তাঁর প্রাথমিক লুক তৈরি করা হয়, যা তাঁর ‘রাস্তার ছেলে’ ইমেজটিকে ফুটিয়ে তোলে। পরে যখন চরিত্রে ক্ষমতার উত্থান ঘটে, তখন সিল্ক-উলের দামি পাঠানি স্যুটে তাঁর আভিজাত্য তুলে ধরা হয়। স্মৃতি জানান, একটি বিশেষ দৃশ্যে অক্ষয়কে আলাদা করে দেখানোর জন্য পরিচালক আদিত্য ধর ড্যান্সারদের সাদা পোশাক পরান এবং অক্ষয়কে পরানো হয় কুচকুচে কালো বালুচি পাঠানি। ছবিতে তাঁকে ‘শের-ই-বালুচ’ উপাধি দেওয়া হয়েছে, আর সেই ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতেই এই কালো পোশাক ছিল তুরুপের তাস। অক্ষয়ের এই খুঁতখুঁতে স্বভাবই আজ ‘রহমান ডাকাইত’ চরিত্রটিকে আইকনিক করে তুলেছে।