সহকর্মীর ওপর বিশ্বাসই কাল হলো? তরুণী ম্যানেজারকে মাদক খাইয়ে নারকীয় অত্যাচার, পুলিশের জালে সিইও সহ ৩!

রাজস্থানের উদয়পুরে এক চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা সামনে এসেছে, যা পেশাদার জগতের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি (IT) সংস্থার মহিলা ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে খোদ ওই সংস্থার সিইও এবং অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে। জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ওই তরুণীকে গাড়িতে তুলে এই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ওই আইটি সংস্থার সিইও, এক মহিলা আধিকারিক এবং তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর রাতে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন নির্যাতিতা। অনুষ্ঠান চলাকালীন তিনি মদ্যপান করেছিলেন। রাত প্রায় দেড়টা নাগাদ তাঁর শারীরিক অসুস্থতা বোধ হলে, ওই সংস্থারই এক মহিলা সহকর্মী তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। অভিযোগ, সেই মতো একটি গাড়িতে নির্যাতিতাকে তোলা হয় যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সংস্থার সিইও এবং ওই মহিলা আধিকারিকের স্বামী।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, মাঝপথে গাড়ি থামিয়ে তাঁকে সিগারেটের মতো দেখতে একটি মাদক দ্রব্য সেবন করতে বাধ্য করা হয়। সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন যে রাতে তাঁর ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়েছে। পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, “অভিযোগ পাওয়ামাত্রই তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফরেনসিক রিপোর্ট এবং বয়ানের ওপর ভিত্তি করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” এই ঘটনায় রাজস্থানের কর্পোরেট মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।