বাংলাদেশিদের জন্য সব হোটেলের দরজা বন্ধ, বড় অ্যাকশন নিলো ব্যবসায়ীরা

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুঁসছে সীমান্ত জেলা মালদা। ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতির প্রতিবাদে এবার নজিরবিহীন ও কড়া সিদ্ধান্ত নিল মালদা হোটেল মালিক সমিতি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি নাগরিকদের আর কোনওভাবেই মালদার কোনও হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিএসএফ (BSF)।
মালদার হোটেলগুলিতে এতদিন চিকিৎসা, পড়াশোনা বা ভ্রমণের জন্য আসা প্রচুর বাংলাদেশি নাগরিক ভিড় করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও সংহতির কথা মাথায় রেখে সেই বুকিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মালদা হোটেল মালিক সমিতির সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, প্রতিবেশী দেশের অশান্ত পরিবেশ এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা গৌর চন্দ্র মণ্ডল এই বয়কটকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা বিদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ রাখা জাতীয় নিরাপত্তার স্বার্থেই জরুরি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন, মালিকরা তাঁদের ক্ষোভ জানাতেই পারেন, তবে আন্তর্জাতিক সম্পর্ক ও বিদেশি নাগরিকদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। আপাতত এই সিদ্ধান্তে দুই বাংলার যাতায়াত ও মালদার ব্যবসায়িক মহলে বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।