মাতাল পুলিশ অফিসারের কাণ্ড! হাইওয়ের মাঝে পার্কিং করে ঘুম, ঘাতক গাড়ির ধাক্কায় লণ্ডভণ্ড একাধিক যানবাহন।

মঙ্গলবার গভীর রাতে মিরাট-বুলন্দশহর হাইওয়েতে ঘটে গেল এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, এক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখানেই নিজের গাড়ি পার্ক করে গভীর ঘুমে তলিয়ে যান। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় একের পর এক গাড়ি ওই পুলিশ আধিকারিকের গাড়িতে এসে ধাক্কা মারে। এই ঘটনায় হাইওয়েতে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ: মিরাটের পারতাপুর থানা এলাকার খারখোদা বাইপাসে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাত ১২টা নাগাদ কুয়াশা এতটাই ঘন ছিল যে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। হাপুর থেকে মিরাটে ফেরার পথে ট্যাক্সি চালক রাকেশ কুমার হঠাৎই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারেন। গাড়ি থেকে নেমে তিনি দেখেন, তাঁর আগে আরও বেশ কিছু গাড়ি ওই একই গাড়িতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে রাস্তার ধারে পড়ে রয়েছে।
পুলিশের ‘মত্ত’ অবতার: উত্তেজিত জনতা যখন মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকা ওই গাড়ির ভেতরে উঁকি দেন, তখন তাঁদের চোখ কপালে ওঠে। দেখা যায়, উর্দি পরা এক পুলিশ কর্মী ভেতরে অঘোরে ঘুমাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন। চালকরা তাঁকে জাগিয়ে দুর্ঘটনার কারণ জানতে চাইলে, ওই পুলিশ কর্মী নিজের ভুল স্বীকারের বদলে উর্দির দাপট দেখিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিও ও জনরোষ: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ দুটি গাড়ি জব্দ করেছে। তবে ততক্ষণে গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে ফেলেন এক পথচারী, যা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর এমন চরম দায়িত্বজ্ঞানহীনতায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ায় সরব হয়েছেন নেটিজেনরা। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।